Partha Chatterjee

‘সত্যের জয় হবেই,’ দীর্ঘ তিন বছর পর জেলমুক্তি! আবেগে ভাসলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

দীর্ঘ তিন বছর তিন মাস ১৯ দিন পর মুক্তি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে হাসপাতাল থেকে বেরিয়ে প্রথমবার মুখ খুলে জানান, “আইনের প্রতি আস্থা ছিল, আছে, থাকবে— সত্যের জয় হবেই।” হুইলচেয়ারে চেপে বেরোনোর সময় অনুগামীদের স্লোগানে আবেগতাড়িত হন তিনি। আলিপুর আদালতের নির্দেশে তাঁর জেলমুক্তি হয়।

নাকতলার বাড়িতে এলেন পার্থ চট্টোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ০৬:০৬

দীর্ঘ তিন বছর তিন মাস ১৯ দিন পর অবশেষে জামিনে মুক্তি পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে হাসপাতাল থেকে বেরিয়ে আসার পর প্রথম বার মুখ খুললেন তিনি। এক আনুষ্ঠানিক বিবৃতিতে পার্থ জানান, আইনের প্রতি তাঁর আস্থা ছিল, আছে এবং থাকবে। প্রাথমিক পর্যায়ে সেই সত্যেরই জয় হয়েছে। আগামী দিনেও সত্যের জয় হবেই। বিবৃতিতে নিজের বিধানসভা কেন্দ্র বেহালা পশ্চিমের প্রসঙ্গও তোলেন পার্থ। 

সোমবার আদালতের নির্দেশে তাঁর জেলমুক্তি হয়। মঙ্গলবার দুপুরে তিনি মুক্তি পান। দুপুর ২টা ২০ মিনিট নাগাদ বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতাল থেকে হুইলচেয়ারে করে বেরিয়ে আসেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর অনুগামীরা তখন স্লোগান তুলেছিলেন, 'পার্থদা জিন্দাবাদ।' দৃশ্য দেখে আবেগতাড়িত হয়ে পড়েন প্রাক্তন শিক্ষামন্ত্রী। চোখে জল চলে আসে তাঁর। যদিও সাংবাদিকদের প্রশ্নের কোনও উত্তর দেননি তিনি— শুধু ঘাড় নেড়ে জানান, ‘কথা বলতে চান না।’

নীল ফুলছাপ পাঞ্জাবি ও নীল রঙের মাস্ক পরে হাসপাতাল থেকে বের হন পার্থ। আগে থেকেই তাঁর জন্য প্রস্তুত ছিল গাড়ি। চালকের পাশের আসনে বসে নাকতলার বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। পিছনে বাইক শোভাযাত্রা করে ছুটে যান পার্থের অনুগামীরা। গাড়ির জানালা দিয়ে হাত জোড় করে তাঁদের উদ্দেশে নমস্কারও জানান প্রাক্তন মন্ত্রী।

বাড়িতে পৌঁছে আত্মীয়দের হাতে বরণ হন পার্থ। আরতি করে বাড়িতে প্রবেশ করেন। সেখানে উপস্থিত ছিলেন তাঁর ভাই, ভাইয়ের স্ত্রী ও কন্যা। বহুদিন পর পরিবারের সঙ্গে দেখা করে আবেগে কেঁদে ফেলেন তিনি। ভাইয়ের মেয়ে তাঁকে সান্ত্বনা দেন। বাড়িতে ঢুকেই প্রয়াত মামা, গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করেন তিনি। বাইরে তখনও অনুগামীদের স্লোগান— 'পার্থদা জিন্দাবাদ।'

উল্লেখ্য, ০২২ সালের ২৩ জুলাই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাকতলার বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, সিবিআই মামলার বিচারপর্ব শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পার্থ ও এসএসসির তৎকালীন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহের শর্তাধীন জামিনের অনুমতি দেওয়া হয়।

শীর্ষ আদালত জানিয়েছিল, ১৪ নভেম্বরের মধ্যে প্রথম পর্যায়ের সাক্ষ্যগ্রহণ শেষ করতে হবে, তার পরেই চূড়ান্ত জামিন দেওয়া যাবে। সোমবার সেই সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হওয়ার পর আলিপুরের বিশেষ সিবিআই আদালত পার্থ চট্টোপাধ্যায়ের জেলমুক্তির নির্দেশ দেয়। আদালতের নির্দেশ পৌঁছানোর পর প্রেসিডেন্সি জেল থেকে হাসপাতাল হয়ে অবশেষে মুক্তি পান রাজ্যের প্রাক্তন মন্ত্রী।


Share