Special Intensive Revision

বিডিও-দের দিয়ে মৃত ভোটারদের নাম তুলে দিচ্ছে তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাক! আবারও বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু

সম্প্রতি এসআইআর চলাকালীন শুভেন্দু ১৩ লক্ষ ২৫ হাজার মৃত ভোটারের তথ‍্য মুখ‍্য নির্বাচনী আধিকারিকের দফতরে জমা দিয়েছিলেন। সেদিনও তিনি বলেছিলেন, রাজ্যের শাসকদল তৃণমূল এসআইআর সুষ্ঠু ভাবে হোক তা তারা চায় না। এর আগেও তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাক-কে নিশানা করে নানাবিধ অভিযোগ করেছিলেন।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ১০:২৯

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজ যত এগোচ্ছে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এসআইআর-এর কাজ নিয়ে শাসকদল তৃণমূলের ভূমিকা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল প্রধান বিরোধী দল বিজেপি। এ বার তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, মৃত ভোটারদের নাম রেখে দেওয়া হচ্ছে। সেই কাজের জন্য ব্লক উন্নয়ন আধিকারিকের সাহায্য নেওয়া হচ্ছে।

সোমবার এই মর্মে রাজ‍্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি অভিযোগপত্র রাজ‍্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালের কাছে জমা দিয়েছেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, গত ২৬, ২৭ ও ২৮ নভেম্বর একাংশের ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) দিয়ে বুথ স্তর আধিকারিক (বিএলও)-দের চাপ দিয়ে মৃত ভোটারের নাম তুলে দিয়েছে। এর নেপথ্যে রয়েছে তৃণমূলের ভোটকুশলী সংস্থা ‘আইপ‍্যাক’। অভিযোগ, আইপ‍্যাকের কর্মীরা বিডিও-দের সাহায্য নিয়ে বুথ স্তর আধিকারিক বা বিএলও-দের কাছ থেকে ‘ওয়ান টাইম পাসওয়ার্ড’ বা ওটিপি নিয়ে নেওয়া হচ্ছে। তার পরেই মৃত ভোটার এবং নিঁখোজ যাঁদের কোনও হদিশ পাওয়া যাচ্ছে না, তাঁদের নাম তুলে দেওয়া হচ্ছে।

এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বলেন, “আইপ্যাকের লোকেরা একাংশের বিডিওদের সাহায্যে বিএলওদের থেকে মৃত ও চলে যাওয়া ভোটারের নাম ওটিপি দিয়ে তুলে দেওয়া চেষ্টা করছে।" এ দিন শুভেন্দু অন্তত ১৭ হাজার ১১১ টি বুথের অভিযোগ ও ভোটারের সিরিয়াল নম্বর নিয়ে রাজ‍্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিকের দফতরে কমিশনের হাজির হন। তার মধ্যে কিছু নথি দেখিয়ে তিনি দাবি করেন, ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে প্রায় দু’শোটি বিধানসভা কেন্দ্রেই একই ঘটনা ঘটেছে।

এ দিন শুভেন্দু নাম না করে তিনি ব্লক উন্নয়ন আধিকারিক সানু বক্সীর প্রসঙ্গ তোলেন। এমনকি তাঁকে ‘সাদা খাতার’ বিডিও বলেও কটাক্ষ করেছেন। তার স্পষ্ট দাবি, ৩০ থেকে ৪০ লক্ষ নাম যেগুলো বাদ যাওয়ার কথা ছিল, তা তুলে দেওয়া হয়েছে। এ ছাড়াও, তিনি আরও অভিযোগ করেন, ফলতা বিধানসভা কেন্দ্রে বিশেষ তালিকা পর্যবেক্ষক সুব্রত গুপ্তের সামনে ‘ভুয়ো’ সিপিএম, বিজেপির বিএলএ সাজিয়ে সেখানে বৈঠক করে দেওয়া হয়েছে বলে।

সম্প্রতি এসআইআর চলাকালীন শুভেন্দু ১৩ লক্ষ ২৫ হাজার মৃত ভোটারের তথ‍্য মুখ‍্য নির্বাচনী আধিকারিকের দফতরে জমা দিয়েছিলেন। সেদিনও তিনি বলেছিলেন, রাজ্যের শাসকদল তৃণমূল এসআইআর সুষ্ঠু ভাবে হোক তা তারা চায় না। এর আগেও তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাক-কে নিশানা করে নানাবিধ অভিযোগ করেছিলেন। অভিযোগ করেছিলেন, ২০২৪ সালে নির্বাচনে বুথের ভিতরে থাকা সিসি ক্যামেরায় জালিয়াতির। এ ছাড়াও, রাজ্যের তথ‍্য সংস্কৃতি দফতরের কর্তাদেরকে প্রভাবিত করিয়ে বরাত ছাড়াই ব‍্যানার, ফেস্টুন বানানোর বরাত নেওয়ার।


Share