Special Intensive Revision

অবশেষে এসআইআর-এর কাজের জন্য ৬১ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার, আগে পাবেন বিএলও এবং সুপারভাইজারেরা, খবর কমিশন সূত্রের

রাজ্যে এসআইআর-এর কাজ দেখতে বর্তমানে বিশেষ তালিকা পর্যবেক্ষক হিসেবে অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্তকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। এর পাশাপাশি তালিকা পর্যবেক্ষক হিসেবে ১২ জন আইএএস অফিসার নিয়োগ করা হয়েছে। গতকাল সোমবার আরও পাঁচ বিশেষ তালিকা পর্যবেক্ষক হিসেবে পাঁচ জন কেন্দ্রীয় সরকারি যুগ্মসচিব পদে থাকা আইএএস অফিসারকে নিয়োগ করেছে কমিশন।

এসআইআর-এর কাজের জন্য টাকা বরাদ্দ করল কমিশন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ১০:৫০

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজে নিযুক্ত বুথ স্তরের আধিকারিকদের বকেয়া মেটাতে চেয়ে নবান্নকে চিঠি দিয়ে বেশ কয়েক বার জানিয়েছিল। কমিশন সূত্রের খবর, প্রথম দফার টাকা নবান্ন দিয়েছে। তা আপাতত বুথ স্তর আধিকারিক বা বিএলও-দের দিয়ে দেওয়া হবে।

এসআইআর-এর কাজে বকেয়া বরাদ্দ চেয়ে দু’বার নবান্নকে চিঠি দিয়ে জানিয়েছিল কমিশন। মিলেছিল আশ্বাস। নিয়ম অনুযায়ী, টাকা দেওয়ার দায়িত্ব রাজ‍্যেরই। কমিশন সূত্রের খবর, প্রথম দফায় ৬১ কোটি টাকা রাজ্যের কাছ থেকে পাওয়া গিয়েছে। সেই টাকা আপাতত বিএলও-দের দিয়ে দেওয়া হবে। কিছু বিএলও সুপারভাইজার টাকা পাবেন। পরে ইআরও, এইআরও এবং ডিইও-রা পাবেন।

বর্তমানে রাজ‍্যে এসআইআর-এর কাজ করছে ৮০ হাজার ৬৮১ জন। সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে বিএলও-দের ‘হিরো’ বলে সম্বোধন করেছিলেন রাজ্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। দ্রুত কাজ শেষ করার জন্য বেশ কিছু জেলার বিএলও-দের সংবর্ধনাও দেওয়া হয়েছে। তৃণমূলপন্থী বিএলও-দের বিক্ষোভের মুখে পড়ে বিএলও-দের প্রশংসা করেছিলেন।

রাজ্যে এসআইআর-এর কাজ দেখতে বর্তমানে বিশেষ তালিকা পর্যবেক্ষক হিসেবে অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্তকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। এর পাশাপাশি তালিকা পর্যবেক্ষক হিসেবে ১২ জন আইএএস অফিসার নিয়োগ করা হয়েছে। গতকাল সোমবার আরও পাঁচ বিশেষ তালিকা পর্যবেক্ষক হিসেবে পাঁচ জন কেন্দ্রীয় সরকারি যুগ্মসচিব পদে থাকা আইএএস অফিসারকে নিয়োগ করেছে কমিশন। তাঁদেরকে বিভিন্ন ডিভিশনে দায়িত্ব দেওয়া হয়েছে। 


Share