Weather Update

রাজ্য থেকে বিদায় নেবে শীত! বুধবার থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা, পূর্বাভাস আবহাওয়া দফতরের

মাঘ মাসেও শীতের দেখা নেই। গত ২৪ ঘণ্টায় শহরের সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। তবে বুধবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। উত্তরের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

কুয়াশায় ঢেকেছে কলকাতা শহর।
এখন কলকাতা ডেস্ক: কলকাতা
- নিজস্ব চিত্র
  • শেষ আপডেট:২৭ জানুয়ারি ২০২৫ ১২:০০

মাঘ মাসেও শীতের আমেজ উধাও রাজ্যে। তবে রবিবারের তুলনায় সোমবার তাপমাত্রা কিছুটা কমেছে। আগামী ২৪ ঘণ্টায় সামান্য কিছুটা পারদপতন হতে পারে। তার পর রাজ্য ছেড়ে এ বছরের মতো বিদায় নিতে চলেছে শীত। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।? 

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। সেই তুলনায় সোমবার ভোরে তাপমাত্রা কিছুটা কমে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১৪.২ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম। পাশাপাশি রাজ্যের অন্য জেলাগুলিতেও তাপমাত্রা কমেছে।? 

আবহাওয়া দফতর জানিয়েছে, আজ, সোমবার দক্ষিণ ভারত থেকে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু বিদায় নিতে চলেছে। একের পর এক পশ্চিমি ঝঞ্ঝার দাপটে রাজ্যে প্রবেশে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। আগামী ২৯ জানুয়ারি নতুন করে আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে। এর জেরে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বড়সড় পরিবর্তন হওয়ার কোনও সম্ভাবনা নেই। বুধবার থেকে ফের ঊর্ধ্বমুখী হতে পারে পারদ। জানুয়ারির শেষে ও ফেব্রুয়ারির শুরুতে তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরেও পৌঁছে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।? 

যদিও রাজ্যে আর কোথাও ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। মঙ্গল ও বুধবার উত্তরের সব জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। কাল, মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেও কুয়াশার সম্ভাবনা রয়েছে। বুধবার কুয়াশা থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। মঙ্গল ও বুধবার উত্তরের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে। তবে দক্ষিণের জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।? 


Share