Special Intensive Revision

ভোটার তালিকা শুনানিতে কড়া নজরদারি! এসআইআর প্রক্রিয়ায় ৩৫০০ মাইক্রো অবজার্ভার নিয়োগ করতে চলেছে নির্বাচন কমিশন

ভোটার তালিকা সংশোধনের শুনানি পর্বে কড়া নজরদারিতে নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৩৫০০ মাইক্রো অবজার্ভার নিয়োগের সিদ্ধান্ত, স্বচ্ছতা বজায় রাখতেই এই বিশেষ ব্যবস্থা।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ১২:১৩

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বকে কেন্দ্র করে কড়া নজরদারির ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। রাজ্যের সিইও দফতরের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, হিয়ারিং প্রক্রিয়ার তদারকিতে প্রায় ৩৫০০ জন মাইক্রো অবজার্ভার নিয়োগের পরিকল্পনা করা হয়েছে।

কমিশন সূত্রে খবর, শনিবারের মধ্যেই মাইক্রো অবজার্ভার নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য রাখা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, এই শুনানি পর্বে মূলত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরই মাইক্রো অবজার্ভার হিসেবে দায়িত্ব দেওয়া হবে।

উল্লেখ্য, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর রাজ্য জুড়ে শুরু হতে চলেছে এসআইআর-এর শুনানি পর্ব। ভোটার তালিকায় নাম সংযোজন, সংশোধন বা বাদ দেওয়ার মতো বিষয়গুলিতে স্বচ্ছতা বজায় রাখতেই এই শুনানি প্রক্রিয়ায় অতিরিক্ত নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। 


Share