Bank Fraud

আড়াই কোটি টাকার প্রতারণার অভিযোগ, পাঁচ বন্ধন ব্যাঙ্কের আধিকারিককে গ্রেফতার করল রাজ‍্য পুলিশের সাইবার শাখা

প্রায় আড়াই কোটি টাকার প্রতারণা অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পাঁচ জন বন্ধন ব‍্যাঙ্কের আধিকারিককে গ্রেফতার করা হয়েছে।

ব‍্যাঙ্ক প্রতারণার অভিযোগে গ্রেফতার পাঁচ ব‍্যাঙ্ক আধিকারিক।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
নিজস্ব সংবাদদাতা
  • শেষ আপডেট:২৩ আগস্ট ২০২৫ ১২:০২

সর্ষের মধ্যেই লুকিয়ে ভূত। আড়াই কোটি টাকার ব‍্যাঙ্ক প্রতারণার অভিযোগ উঠল বন্ধন ব‍্যাঙ্কের কয়েক জন আধিকারিকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে পাঁচ জন ব‍্যাঙ্কের আধিকারিককে গ্রেফতার পুলিশ গ্রেফতার করেছে।  আজ ধৃতদের আদালতে পেশ করা হবে।

গত জুলাই মাসে ঘটনাটি পুলিশের নজরে আসে। তার পরে ২৩ জুলাই বিধাননগর সাইবার ক্রাইম থানায় বন্ধন ব্যাঙ্ক কর্তৃপক্ষ একটি অভিযোগ দায়ের করে। তাতে জানানো হয়, ব্যাঙ্ক ম্যানেজার পরিচয় দিয়ে তাদের গ্রাহকদের হোয়াটসঅ্যাপ কল, এসএমএস বা ফোন করে কেওয়াইসি অসম্পূর্ণ আছে বলা হতো। গ্রাহকদের বাকি তথ্যও জানতে চাওয়া হতো। মোটা অঙ্কের ফিক্সড ডিপোজিট, জীবন বিমা বা অন্য বিমা পলিসির টোপ দিয়ে গ্রাহকদের প্রলুব্ধ করা হয়েছে বলেও অভিযোগ।

তদন্তকারীদের দাবি, এভাবে অনেক গ্রাহকের কাছ থেকে তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে। এর পরেই বন্ধন ব্যাঙ্ক জানায়, প্রায় দু’কোটি ৪৭ লক্ষ টাকার প্রতারণা হয়েছে। তাদের আরও অভিযোগ, তারা ব‍্যাঙ্কে বসেই প্রতারণা চক্র চালাচ্ছিল। মোটা টাকার বিনিময়ে গ্রাহকদের তথ্য পাচার করা হয়েছে। ধৃতরা কোর ব্যাঙ্কিং সিস্টেমের তথ্যও পাচার করেছে বলে দাবি করেছে পুলিশ।

বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে। পাঁচজন ব‍্যাঙ্কের উচ্চপদস্থ আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম, আসাদ রাজা, ইয়াসির আরাফত, সৌরভ কুমার, জশবন্ত প্রসাদ এবং শুভম কুমার। জানা গিয়েছে, প্রথমে তিন জনকে গ্রেফতার করা হয়। তারা ঝাড়খণ্ডের হাজারিবাগ শাখার সিআরও, জামতাড়া শাখার সিআরও এবং সরাইদেহলা শাখার সেলস ম্যানেজার। গতকাল শুক্রবার দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তারা একজন কলকাতার মেটিয়াবুরুজ শাখার সিআরও এবং অন‍্যজন সেলস ম্যানেজার। ধৃতদের আজ আদালতে পেশ করা হবে। 


Share