Minister Reach CGO Complex To Face Interrogation

তদন্তে সহযোগিতা করব, আদালতের নির্দেশে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে এলেন রাজ‍্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ

গত শনিবার রাজ‍্যের কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহকে সাত দিনের জন্য হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আদালতে আবেদন জানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দীর্ঘ সওয়াল জবাবের পরে রায়দান স্থগিত রাখা হয়।

সিজিও কমপ্লেক্সে এলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:২৫ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪১

বুধবার বিচারভবন নির্দেশ দেয়, রাজ‍্যের কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহকে ইডি দফতরে হাজিরা দিতে হবে। আদালতের বেধে দেওয়া সময় অনুযায়ী বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে এসেছেন। তিনি বলেন, তদন্তে সহযোগিতা করব। একই সঙ্গে তিনি জানান, তদন্তকারীরা এখনও কোনও নথি তাঁর কাছে চাননি।

গত শনিবার রাজ‍্যের কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহকে সাত দিনের জন্য হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আদালতে আবেদন জানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দীর্ঘ সওয়াল জবাবের পরে রায়দান স্থগিত রাখা হয়। গতকাল বুধবার বিচারভবন জানায়, চন্দ্রনাথ সিংহকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে না। একই সঙ্গে আদালত জানায়, আজ এবং আগামীকাল শুক্রবার চন্দ্রনাথকে ইডির দফতরে হাজিরা দিতে হবে। এর পরেও যদি জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়, ফের তাকে ডাকা যেতে পারে। তাকে সেক্ষেত্রে তদন্তে সহযোগিতা করতে হবে বলেও নির্দেশ দেয় বিচারভবন।

আদালতের নির্দেশ মেনে বৃহস্পতিবার সকাল ১১টায় ইডির দফতরে হাজির হন রাজ্যের কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে পৌঁছে যান। সেখানেই তাকে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে। চন্দ্রনাথ বলেন, “তদন্তে সবরকম সহযোগিতা করব।” যদিও এ দিন মন্ত্রীকে কোনও কাগজপত্র নিয়ে আসতে দেখা যায়নি। সেই বিষয়ে মন্ত্রীর বক্তব্য, তদন্তকারীরা তাকে কোনও কাগজপত্র নিয়ে আসতে বলেনি।


Share