Special Intensive Rivision

এসআইআর সময় বাড়ল আরও সাত দিন, ভুল এন্ট্রি ঠিক করার বিশেষ সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন দায়িত্ব পেলেন বুথ আধিকারিক ও ইআরওরা

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনে দ্রুত অগ্রগতি। এসআইআর-এর সময় বাড়ল সাত দিন। ভুল এন্ট্রি সংশোধনের নির্দেশ। ২২০৮ বুথে ‘অসংগ্রহযোগ্য ফর্ম’ না ফেরায় কমিশনের রিপোর্ট তলব। বিএলওদের পারিশ্রমিক বেড়ে ১২,০০০ টাকা।

সিইও অফিস
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ০৭:০৭

সারা দেশে চলতে থাকা ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়ার মধ্যে পশ্চিমবঙ্গ এবার দ্রুতগতির জন্য বিশেষভাবে উঠে এসেছে। সারা দেশের মধ্যে রাজ্য বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে। সম্প্রতি নির্বাচন কমিশন ঘোষণা করেছে, এসআইআর-এর কাজের সময় আরও সাত দিন বাড়ানো হয়েছে। এরই পাশাপাশি এনুমারেশন ফর্মে কোনও ধরনের ভুল এন্ট্রি হয়ে থাকলে তা সংশোধনের বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, বুথ স্তরের আধিকারিক এবং ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের এই সংশোধনের দায়িত্ব দেওয়া হবে। সোমবারই এ ব্যাপারে কমিশন বিজ্ঞপ্তি জারি করছে। নির্দেশে জানানো হয়েছে, বাড়তি সময়ের মধ্যেই ভুল এন্ট্রি সংশোধন প্রক্রিয়া শেষ করতে হবে।

এদিন আরও সামনে এসেছে একটি উদ্বেগজনক তথ্য। রাজ্যের প্রায় ২২০৮টি বুথ থেকেই একটিও ‘অসংগ্রহযোগ্য ফর্ম’ ফেরত আসেনি। এই অস্বাভাবিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে কমিশন। সংশ্লিষ্ট বুথ এলাকার ইআরও এবং ডিইও-দের এ বিষয়ে রিপোর্ট চাওয়া হয়েছে। মঙ্গলবার সকাল দশটার মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে বলে নির্দেশ জারি করা হয়েছে।

এই প্রশাসনিক ওঠাপড়ার মাঝেই রাজনৈতিক প্রতিক্রিয়াও সামনে এসেছে। এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার বাংলার দুই লক্ষ কোটি টাকা আটকে রেখেছে। তাঁর দাবি, কমিশন যেন কেন্দ্রকে চিঠি লিখে এই অর্থ মুক্ত করার অনুরোধ জানায়। অভিষেক জানান, কেন্দ্র ফান্ড ছাড়লেই রাজ্যের বিএলও-দের ৬০ হাজার টাকা করে দেওয়া হবে।

অন্যদিকে জানা যাচ্ছে, বিএলও-দের পারিশ্রমিক বৃদ্ধি করা হয়েছে। প্রতি ইলেকশন সাইকেলে তাঁদের পারিশ্রমিক ছ'হাজার টাকা থেকে বাড়িয়ে ১২,০০০ টাকা করা হয়েছে। নির্বাচন প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিএলওদের এই বেতনবৃদ্ধি প্রশাসনিক ক্ষেত্রে ইতিবাচক বার্তা দেবে বলেই মনে করা হচ্ছে।


Share