Special Intensive Rivision

মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এসআইআরে গ্রহণযোগ্য নয়, গ্রহন করলেই কড়া পদক্ষেপ, জানিয়ে দিল সিইও দফতর

রাজ্যের সিইও মনোজকুমার আগরওয়াল বলেন, ‘’যে সমস্ত ভোটার শুনানিতে অ্যাডমিট কার্ড দিয়েছেন, তাঁদের আবার শুনানিতে ডাক পড়তে পারে। আর না হলে বিএলও বা ইআরও অনলাইনে ভোটারের কাছ থেকে নথি চেয়ে নেবেন।’’

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ১১:৪৪

মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এসআইআর শুনানিতে গ্রহণযোগ্য নয়। এই নথি ভোটারের বয়স বা ঠিকানার প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবে না। বৃহস্পতিবার এ কথা স্পষ্ট করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। অথচ রাজ্যের বিভিন্ন জেলায় শুনানিকেন্দ্রে অনেক ভোটারের কাছ থেকে এই অ্যাডমিট কার্ড নথি হিসেবে গ্রহণ করা হয়েছে বলে খবর। শুক্রবার রাজ্যের সিইও দফতর জানিয়ে দিয়েছে, যে সব বিএলও, ইআরও বা এইআরও-রা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করেছেন, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।

সিইও দফতর সূত্রে জানা গিয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কখনওই নির্বাচন কমিশনের নির্ধারিত গ্রহণযোগ্য নথির তালিকায় ছিল না। মাধ্যমিকের সার্টিফিকেট তালিকায় রয়েছে। কিন্তু অ্যাডমিট কার্ড নয়। যদিও অ্যাডমিট কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিল রাজ্যের সিইও দফতর, সেই আবেদন জাতীয় নির্বাচন কমিশন খারিজ করে দেয়। ফলে জেনেশুনে কেন এই নথি গ্রহণ করা হল, তা নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে ব্যাখ্যা চাওয়া হবে বলে জানা গিয়েছে।

এ ক্ষেত্রে, যাঁদের শুনানিতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নথি হিসেবে গ্রহণ করা হয়েছে, তাঁদের কি আবার শুনানিতে ডাকা হবে? এই প্রসঙ্গে রাজ্যের সিইও মনোজকুমার আগরওয়াল বলেন, ‘’যে সমস্ত ভোটার শুনানিতে অ্যাডমিট কার্ড দিয়েছেন, তাঁদের আবার শুনানিতে ডাক পড়তে পারে। আর না হলে বিএলও বা ইআরও অনলাইনে ভোটারের কাছ থেকে নথি চেয়ে নেবেন।’’

উল্লেখ্য, এসআইআর-এর শুনানির জন্য যে ১৩টি নথি গ্রহণযোগ্য- সেগুলি হল জন্মের শংসাপত্র, ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগের নথি, পাসপোর্ট, শিক্ষাগত শংসাপত্র, সরকারের দেওয়া জমির নথি, আধার কার্ড, বিহারের এসআইআর-এর নথি, কেন্দ্র বা রাজ্য সরকারের দেওয়া পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার, স্থায়ী বাসিন্দা শংসাপত্র, জাতীয় নাগরিক তালিকায় নাম, বনাধিকারের শংসাপত্র, এসসি-এসটি বা ওবিসি শংসাপত্র।


Share