Gold Price In Dhanteras

ধনতেরসে ঊর্ধ্বমুখী সোনার এবং রূপোর দাম, আজ কী দামে বিক্রি হচ্ছে হলুদ ধাতু?

এক লক্ষের গন্ডি ছাড়িয়েছে সোনার দাম। দাম বাড়ার কারণে কার্যত মাথায় হাত মধ্যবিত্তের। তবুও সোনার দোকানে ভিড় বেড়েছে সোনার দোকানে।

সোনা কিনতে দোকানে ভিড়।
বৈশালী কর্মকার, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ০৩:৫০

‘ধনতেরস’ এর বিজ্ঞাপনে গোটা কলকাতা ছেয়ে গিয়েছে। কোন গয়নার দোকানে সোনা কিনলে কত টাকা ছাড় পাওয়া যাচ্ছে, ধনতেরসে বাসন কেনা যাবে কি না, তা নিয়ে প্রতিটা হিন্দু বাড়িতে চর্চা চলছে। গত কয়েক বছরে সোনার দাম উর্ধ্বমুখী। দামের সূচক ঊর্ধ্বমুখি হওয়ার ফলে মধ্যবিত্তের প্রায় নাগালের বাইরে চলে গেছে সোনা। ফলে মধ্যবিত্তের মাথায় হাত পরেছে।

আজ, শনিবার ধনতেরস। এ দিন ২৪ ক্যারেট সোনার প্রতি ১ গ্রামের দাম গিয়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১১৬ টাকায়। ১০ গ্রাম পাকা সোনার দাম এক লক্ষ ৩১ হাজার ৬০০ টাকা। পাশাপাশি হলমার্ক যুক্ত ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ১২ হাজার ৫১০ টাকা। ফলে হলমার্ক যুক্ত ১০ গ্রাম সোনার দাম এক লক্ষ ২৫ হাজার ১০০ টাকা। 

অন‍্যদিকে দাম কমেছে রূপোর। শনিবার ৮ গ্রাম রূপোর দাম এক হাজার ২৪ টাকা। এক কেজি রূপোর বাটের দাম এক লক্ষ ৭৩ হাজার ৬০০ টাকা। প্রতি কেজি খুচরো রূপোর দাম এক লক্ষ ৭৩ হাজার ৭০০ টাকা। সোনা এবং রূপোর এই দামের সঙ্গে জিএসটি এবং টিসিএস যোগ হবে।

প্রসঙ্গত, ধনতেরসের ‘ধন’ শব্দের মানে কিন্তু টাকাপয়সা নয়, এ হল বৈদ্যরাজ ধন্বন্তরির নামসংক্ষেপ। পুরাণের বিবরণ অনুযায়ী সমুদ্রমন্থনের ফলে সম্পদের দেবী লক্ষ্মী উঠে আসার আগে অমৃতের কলস হাতে উঠে এসেছিলেন ধন্বন্তরি। দেবতাদের অমৃতপান, অমৃতের কলসের সুরক্ষার ব্যবস্থা সব মিটে যাওয়ার পর এই ধন্বন্তরি নারায়ণ-বিষ্ণুকে বললেন – প্রভু! এ বার আমাকে দেবলোকে স্থান দিন। বিষ্ণু বললেন – তা তো এখন সম্ভব নয়, এখন তোমাকে মর্ত্যলোকেই বাস করতে হবে কিছু কাল। 

ধন্বন্তরিকে বিষ্ণু নির্দেশ দেন, কাশীর রাজা দীর্ঘতমার পুত্র হয়ে তুমি জন্মাবে এবং মর্ত্যে আয়ুর্বেদশাস্ত্রের প্রণয়ন করবে। মর্ত্যের চিকিৎসাব্যবস্থার আমূল সংস্কারের পর মৃত্যু হলে তুমি দেবলোকে এসে নিজের স্থান গ্রহণ করও।


Share