Healthcare on Wheels

এক মাস না পেরোতেই রেকর্ড, মোবাইল মেডিক্যাল ইউনিটে একদিনে ২০ হাজার রোগীর চিকিৎসা

এক মাসও পেরোয়নি, রাজ্যের মোবাইল মেডিক্যাল ইউনিটে রেকর্ড সাফল্য। ২,৭০০ শিবিরে ২.৬ লক্ষ চিকিৎসা, ৬০% মহিলা। প্রত্যন্ত এলাকায় গর্ভকালীন চেক-আপ ও ছানি চিকিৎসায় ভরসা জাগাল ভ্রাম্যমাণ ক্লিনিক।

মোবাইল মেডিকেল ইউনিট ভ্যান
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ০৪:২৪

চালু হওয়ার এক মাস না পেরোতেই নতুন সাফল্যের নজির গড়ল রাজ্য স্বাস্থ্য দফতরের মোবাইল মেডিক্যাল ইউনিট পরিষেবা। গত ১১ নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রত্যন্ত ও দুর্গম এলাকার মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে প্রথম দফায় ১১০টি মোবাইল মেডিকেল ইউনিট ভ্যান চালু করা হয়, যা অ্যাম্বুল্যান্সের পাশাপাশি ছোট পরিসরের ক্লিনিক হিসেবেও কাজ করছে। পরে এই সংখ্যার সঙ্গে আরও ১০০টি ইউনিট যুক্ত করা হয়।

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত ২৫ নভেম্বর ১০২টি মোবাইল মেডিক্যাল ইউনিট আয়োজিত শিবিরে একদিনে ১০ হাজারেরও বেশি মানুষ চিকিৎসা পরিষেবা নেন। মঙ্গলবার সেই সংখ্যা আরও বাড়ে। ১৯০টি মোবাইল মেডিক্যাল ইউনিটের শিবিরে একদিনে অন্তত ২০ হাজার মানুষ ডাক্তার দেখান। এই সাফল্যের কথা মঙ্গলবার রাতেই এক্স হ্যান্ডলে জানায় রাজ্য স্বাস্থ্য দফতর।

এর আগেই, গত ২৫ নভেম্বর স্বাস্থ্যকর্তারা জানিয়েছিলেন, মাত্র ১৩ দিনে ৪৩০টি শিবিরে প্রায় ৪৫ হাজার মানুষ চিকিৎসা পরিষেবা পেয়েছেন। মঙ্গলবার স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানান, পরিষেবা শুরুর পর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত মোট ২,৭০০টি শিবিরে অন্তত দু'লক্ষ ৬০ হাজার মানুষ মোবাইল মেডিক্যাল ইউনিটের মাধ্যমে চিকিৎসা পেয়েছেন। এর মধ্যে প্রায় ৬০ শতাংশই মহিলা।

স্বাস্থ্য দফতরের সূত্রে জানা গিয়েছে, পরিষেবা গ্রহণকারীদের একটি বড় অংশ গর্ভাবস্থাকালীন চেক-আপের জন্য আসছেন। পাশাপাশি বয়স্কদের মধ্যে ছানির চিকিৎসার জন্য আগ্রহও চোখে পড়ার মতো। এই মোবাইল মেডিক্যাল ইউনিটগুলিতে বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষার পাশাপাশি আলট্রাসোনোগ্রাফির সুবিধাও রয়েছে।


Share