Jorasanko Murder

মদের আসরে হাতাহাতি! কাচের বোতল ভেঙে বন্ধুর গলায় গেঁথে দিল যুবক, গ্রেফতার এক

মৃতের নাম ফইজল ফাহিম। জানা গিয়েছে, মদের আসরে বচসা হয় তিন বন্ধুর মধ্যে। গলায় ভাঙা কাচের বোতল দিয়ে আঘাত করা হয়েছে। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।

মৃতের নাম ফইজল ফাহিম।
এখন কলকাতা ডেস্ক, কলকাতা
-নিজস্ব চিত্র।
  • শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ১২:০০

মদের আসরে তিন বন্ধুর মধ্যে বচসা। সেখান থেকে হাতাহাতি। অশান্তি এমন পর্যায়ে পৌঁছয় যে এক যুবক মদের বোতল ভেঙে বন্ধুর গলায় গেঁথে দেয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। মৃতের নাম ফইজল ফাহিম (১৯)। খুনের অভিযোগে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।? 

বুধবার রাত ২টো ১৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে জোড়াসাঁকো থানার মদনমোহন বর্মণ স্ট্রিটে। রক্তাক্ত অবস্থায় ওই যুবককে ফুটপাথে পড়ে থাকতে দেখে স্থানীয়েরা আশঙ্কাজনক অবস্থায় মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মেডিক্যাল কলেজের পুলিশ আউটপোস্টে খবর যায়। তাঁরা জোড়াসাঁকো থানায় জানান। থানার কর্তব্যরত অফিসার মেডিক্যাল কলেজে যান। জানা গিয়েছে, সেখানে গিয়ে তাঁরা জানতে পারেন মৃত যুবকের নাম ফইজল ফাহিম। এর পরই মৃতের মা জোড়াসাঁকো থানায় ফাইজলের দু’জন বন্ধু মহম্মদ নাভেদ এবং মহম্মদ রশিদ ওরফে ছেটুর নামে খুনের অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, ওই যুবক বর্তমানে ট্যাংরা এলাকায় থাকতেন।? 

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, তাঁরা ফাইজলকে মদ খেতে মদনমোহন বর্মণ স্ট্রিটে ডাকে। জানা গিয়েছে, ফুটপাথে বসেই তাঁরা মদ্যপান করেন। এর পরই টাকা পয়সা নিয়ে বচসা শুরু হয়। বচসা এমন স্তরে পৌঁছয় তাঁদের মধ্যে একজন মদের বোতল ভাঙে। এর পরই ফাইজলের গলায় গেঁথে দিয়ে চম্পট দেয়। খুনের অভিযোগে তদন্তে নেমে পুলিশ মহম্মদ নাভেদকে গ্রেফতার করেছে। এই খুনের নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা-ও তদন্ত করে দেখছে পুলিশ। ঘটনার অপর অভিযুক্ত মহম্মদ রশিদ ওরফে ছোটু পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।? 


Share