Weather Update

রাজ‍্য বিদায় নিয়েছে বর্ষা, কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা নেই, সপ্তাহান্তে হতে আবহাওয়ার পরিবর্তন, জানাল আবহাওয়া দফতর

কলকাতায় সোমবার তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। আদ্রতা জনিত কারণে অস্বস্তি ভাব থাকবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য বেশি। আগামী ৩-৪ দিন বৃষ্টিপাতের সম্ভবনা নেই। তবে সপ্তাহান্তে ফের আবহাওয়া পরিবর্তন হতে পারে।

সপ্তাহান্তে ফের বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ০৪:০৬

কালীপুজো, দীপাবলি এবং ভাইফোঁটা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। আকাশ রোদ ঝলমলে থাকবে। তবে হালকা কুয়াশা ও ধোঁয়াশা হতে পারে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে সপ্তাহ শেষে সামান্য বৃষ্টির সম্ভবনা রয়েছে। 

দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন কোনও বৃষ্টির সম্ভবনা নেই। তবে শীতের আগে হালকা অনুভুতি থাকবে। রাতের দিকে বা ভোরবেলা কুয়াশা থাকবে। তবে আগামী শনিবার ও রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। দুই ২৪ পরগণা , পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে বৃষ্টির সম্ভবনা বেশি বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

এর পাশাপাশি উত্তরবঙ্গেও রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। আগামী কয়েক দিন বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই উত্তরের জেলাগুলিতে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বাড়তে পারে। তবে পার্বত্য অঞ্চলে কুয়াশা ও ধোঁয়াশার পরিমাণ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

দক্ষিণা বাতাস ও পশ্চিমা হাওয়ার ফলে বৃষ্টিপাতের সম্ভবনা। তার ওপর দক্ষিণ - পূর্ব আরব সাগরে তৈরি হয়েছে নিন্মচাপ। আগামী ২৪ ঘন্টায় এই নিন্মচাপ আরও সুস্পষ্ট হতে পারে। তার জেরেই সপ্তাহ শেষে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। 

কলকাতায় সোমবার তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। আদ্রতা জনিত কারণে অস্বস্তি ভাব থাকবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য বেশি। আগামী ৩-৪ দিন বৃষ্টিপাতের সম্ভবনা নেই। তবে সপ্তাহান্তে ফের আবহাওয়া পরিবর্তন হতে পারে।


Share