Weather Update

ধবার থেকে আবহাওয়ার পরিবর্তন, শীত বিদায় নেওয়ার আগে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হবে উত্তরের কিছু জেলাতে।

বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস।
এখন কলকাতা ডেস্ক: কলকাতা
- নিজস্ব চিত্র
  • শেষ আপডেট:১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০০

বুধবার থেকেই আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত। শীত বিদায় নেওয়ার আগেই বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। পাশাপাশি আজ, সোমবার দার্জিলিঙে বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার থেকে টানা বৃষ্টিপাত হবে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায়।? 

সকালের দিকে হালকা শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে তাপমাত্রা বাড়ছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, হরিয়ানা ও আসামে জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে আগামী ১৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার নতুন করে পশ্চিমের ঝঞ্ঝা আসতে পারে। এছাড়াও ওয়েস্টার্লি জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে। এই জোড়া ফলার প্রভাবে আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে কলকাতাতেও। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা, হাওড়া, হুগলী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলাতে। শুক্রবার পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। আবার শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।? 

আবহাওয়া দফতর জানিয়েছে, আজ, সোমবার কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি এবং ২৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। গত ২৪ ঘন্টায় শহরে বৃষ্টি হয়নি। আজ ও কাল সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। পরে পরিষ্কার আকাশ আজ ও কাল সকালে হালকা কুয়াশা। পরে পরিষ্কার আকাশ হবে।? 

অপরদিকে, উত্তরবঙ্গে তুষারপাতের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত। আজ, সোমবার এবং বুধবার থেকে টানা শনিবার পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা বেশি থাকবে। কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বুধবার থেকে শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।? 


Share