Chetla Murder Case

চেতলায় মন্ত্রী ফিরহাদ হাকিমের ওয়ার্ডে ব‍্যক্তির গলায় শাবল ঢুকিয়ে খুন! মদের আসরে বচসার জেরে এই ঘটনা, অনুমান পুলিশের

রবিবার সকাল থেকে ঘটনাস্থলে রয়েছে পুলিশ। এলাকা থমথমে রয়েছে। পুলিশ অশোকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কী নিয়ে মদের আসরে ঝামেলা, তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা।

চেতলায় গলায় শাবল ঢুকিয়ে খুনের অভিযোগ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ১১:৪৮

চেতলায় রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ডে ব‍্যক্তির গলায় শাবল ঢুকিয়ে খুনের অভিযোগ। পুলিশের অনুমান, মদের আসরে বচসা থেকেই এমন ঘটনা ঘটেছে। শনিবার রাতে ওই ওয়ার্ডের ১৭ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনাটি ঘটে। ঘটনায় তিন যুবককে আকট করে জিজ্ঞাসাবাদ চলছে। 

মৃত ব‍্যক্তির নাম অশোক পাসোয়ান। জানা গিয়েছে, শনিবার রাত ১১টা নাগাদ ১৭এ/১৭বি নম্বর বাসস্ট্যান্ডের কাছে বন্ধুদের নিয়ে মদ‍্যপানের আসর বসেছিলেন। সেই আসরে নিজেদের মধ্যে কোনও কারণে বচসায় জড়িয়ে পড়েন তারা। অভিযোগ, সেই সময় মদ‍্যপানের আসরে থাকা তার কোনও এক সঙ্গী আচমকা অশেকের মুখে শাবল ঢুকিয়ে দেন। ওই অবস্থায় প্রায় ১০০ মিটার দৌড়ে যান অশোক।  রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় সূত্রের খবর, মৃত ব্যক্তি অশোক পাসোয়ান গাড়ি সারানো এবং ধুয়ে দেওয়ার কাজ করতেন। যে এলাকায় ঘটনাটি ঘটেছে ৮২ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। ওই ওয়ার্ডের কাউন্সিলর রাজ্যের মন্ত্রী তথা ফিরহাদ হাকিম। স্থানীয়দের দাবি, ১৭ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় প্রতিদিন মদের আসর বসে। নানা কারণে নিজেদের মধ্যে গোলমাল লেগেই থাকে। গতকাল রাতেও এমনই কিছু হয়েছিল বলে মনে করা হচ্ছে। 

রবিবার সকাল থেকে ঘটনাস্থলে রয়েছে পুলিশ। এলাকা থমথমে রয়েছে। পুলিশ অশোকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কী নিয়ে মদের আসরে ঝামেলা, তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা। যাকে আটক করা হয়েছে, গতকাল রাতে অশোকের সঙ্গে মদের আসরে ছিল কি না, তা-ও স্পষ্ট নয়। স্থানীয়দের সঙ্গে কথা বলছে পুলিশ। অশোকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় আর কেউ বা কারা জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 


Share