ED Can Question Minister Modi in Alleged Job Scam

কোর্টের নির্দেশে ইডির দফতরে পর পর দু’দিন হাজিরা দেবেন মন্ত্রী চন্দ্রনাথ, জামিনের নির্দেশ বহাল রেখেও কড়া পদক্ষেপ আদালতের

এর আগে ইডি চন্দ্রনাথের বাড়িতে তল্লাশি চালিয়েছিল। সেখান থেকে নগদ ৪১ লক্ষ টাকা উদ্ধার করেছিলেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা। পরে দু’বার ইডির দফতরে হাজিরা এড়ান চন্দ্রনাথ।

রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহকে ইডি দফতরে হাজিরা দিতে হবে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:২৪ সেপ্টেম্বর ২০২৫ ০৪:০৮

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ‍্যের কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহকে ইডির দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিল আদালত। পরপর দু’দিন মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। শুধু তা-ই নয়, পরে যদি প্রয়োজন হয়, ফের তাঁকে ডাকা যাবে বলে জানিয়েছে বিচারভবন।

আদালতের নির্দেশ, আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার (২৫ সেপ্টেম্বর এবং ২৬ সেপ্টেম্বর) রাজ‍্যের কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহকে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দিতে হবে। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পরবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র তদন্তকারীরা। শুধু তা-ই নয়, এর পরেও যদি চন্দ্রনাথকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়, তাহলে ডাকা যেতে পারে। সেক্ষেত্রে মন্ত্রীকে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে। 

এ ছাড়াও ন্দ্রনাথ সিংহ কখন সিজিও কমপ্লেক্সে যাবেন, সেটাও স্পষ্ট করে দিয়েছে বিচারভবন। বিচারভবনের নির্দেশ দিয়েছে, রাজ‍্যের মন্ত্রীকে সকাল ১০টার মধ্যে ইডি দফতরে পৌঁছে যেতে হবে। বিকেল ৫টা পর্যন্ত নিয়োগ দুর্নীতি মামলার অভিযুক্ত চন্দ্রনাথ সিংহকে জিজ্ঞাসাবাদ করতে পারবে তদন্তকারীরা।

এর আগে ইডি চন্দ্রনাথের বাড়িতে তল্লাশি চালিয়েছিল। সেখান থেকে নগদ ৪১ লক্ষ টাকা উদ্ধার করেছিলেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা। পরে দু’বার ইডির দফতরে হাজিরা এড়ান চন্দ্রনাথ। গত মাসে হঠাৎই তিনি আবার ইডির দফতরে হাজিরা দেন। তবে তখন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কি না, তা স্পষ্ট নয়। তার আগেই ইডি চার্জশিট দিয়ে দিয়েছিল। এর পর চন্দ্রনাথ আদালতে গিয়ে আত্মসমর্পণ করে জামিন চান। ব্যক্তিগত ১০ হাজার টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করা হয়েছিল। যদিও আদালত জানিয়েছে, জামিন পেলেও আপাতত নিজের বিধানসভা কেন্দ্র এবং কলকাতার বাইরে আর কোথাও যেতে পারবেন না মন্ত্রী। যত দিন এই সংক্রান্ত শুনানি শেষ না-হচ্ছে, তত দিন এই নিয়ম মানতে হবে।

সেই মামলাতে মামলায় হেফাজতে নিয়ে রাজ‍্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল ইডি। সাত দিনের হেফাজতে চেয়ে আদালতে আর্জি জানিয়েছিল। বুধবার বিচারভবন ইডির সেই আবেদন খারিজ করে দিয়েছে। আদালতের নির্দেশ, মন্ত্রীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যাবে না। অর্থাৎ তাঁর অন্তর্বর্তী জামিন বহাল রেখেছে বিচারভবন।


Share