Muchipara Murder Case

পরপর ছুরির কোপ! মুচিপাড়ায় ব‍্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার, স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্তে পুলিশ, অভিযুক্তের খোঁজে তল্লাশি

ফের কলকাতায় খুন। মুচিপাড়া থানা এলাকার একটি বাড়ি থেকে এক ব‍্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে। তার দেহে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন। পুলিশ একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। কাউকে এখনও পর্যন্ত গ্রেফতার করা যায়নি।

মুচিপাড়া থেকে উদ্ধার ব‍্যক্তির রক্তাক্ত দেহ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ০৪:২৭

ফের কলকাতায় খুন। মুচিপাড়া থানা এলাকার একটি বাড়ি থেকে এক ব‍্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে। তার দেহে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন। পুলিশ একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। কাউকে এখনও পর্যন্ত গ্রেফতার করা যায়নি।

মৃতের নাম অশোককুমার দাস (৪৮)। তিনি মুচিপাড়া থানা এলাকায় শশীভূষন দে স্ট্রিটের বাসিন্দা। গত ২ ডিসেম্বর রাতে ঘটনাটি ঘটেছে। সেখান থেকে তাঁর দেহ উদ্ধার হয়। গতকাল বুধবার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। 

দেহের ময়নাতদন্ত ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। পুলিশ সূত্রের খবর, অশোকের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে ধারালো ছুরি দিয়ে পরপর আঘাত করা হয়ছে। মঙ্গলবার রাত ৯টা থেকে রাত ১১টা ৫৫ মিনিটের মধ্যে ঘটনাটি ঘটেছে। তার দেহে একাধিক জায়গায় ছুরির আঘাত রয়েছে। ছুরির আঘাতের কারণেই অশোকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

তবে এখনও পর্যন্ত কোনও পক্ষই অভিযোগ দায়ের করেনি। খুনের ঘটনা নিশ্চিত হতেই পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করা হয়েছে। স্থানীয় সূত্রের খবর, তার পরিবারে অশান্তি চলছিল। তাঁর স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। মুচিপাড়া থানার পুলিশ ভারতীয় ন‍্যায় সংহিতার ১০৩(১) এবং ৩(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনাস্থল থেকে বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।


Share