Leonel Messi

যুবভারতীকান্ডে গ্রেফতার মেসি অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্ত, টিকিটের টাকা ফেরত দেওয়া উচিত, দাবি রাজ‍্য পুলিশের ডিজি রাজীব কুমারের

প্রসঙ্গত, কলকাতায় মেসি অনুষ্ঠানে মূল আয়োজনের দায়িত্বে ছিলেন শতদ্রু দত্ত। তাঁর ওপর যাবতীয় দায় চাপিয়ে দিয়ে কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। হুগলির রিষড়ার বাড়িতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

শতদ্রু দত্ত গ্রেফতার।
নিজস্ব সংবাদদাতা।, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ০৩:৫৯

শনিবার সকালে নিরাপত্তার কারণে মাঠ ছাড়তে বাধ্য হন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। এর পরেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। মাঠে নেমে চলে তান্ডব। এ বার সেই ঘটনায় মেসি অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করল পুলিশ। তাঁকে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন রাজ‍্য পুলিশের ডিজি রাজীব কুমার।

শনিবারের ঘটনার পরে রাজ‍্য পুলিশের ডিজি রাজীব কুমার সাংবাদিকদের জানান, মাঠে মেসির অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব ছিল তাঁদেরই। তাই কোনও বিশৃঙ্খলা তৈরি হলে দায় তাঁদেরই। এর পরেই তিনি জানান, নির্দিষ্ট ধারাতে মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেফতার করা হয়েছে। এর পাশাপাশি, টিকিটের দাম দর্শকদের ফেরত দিতে হবে। ডিজি রাজীব এ-ও জানান, আয়োজকেরা মেসির জন্য যা যা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তা তাঁরা করতে ব‍্যার্থ হয়েছে। তার জন্য টিকিটের টাকা ফেরত দেওয়া উচিত। তার জন্য আইনানুগ পদক্ষেপ করা হবে।

প্রসঙ্গত, কলকাতায় মেসি অনুষ্ঠানে মূল আয়োজনের দায়িত্বে ছিলেন শতদ্রু দত্ত। তাঁর ওপর যাবতীয় দায় চাপিয়ে দিয়ে কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। হুগলির রিষড়ার বাড়িতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বসানো হয়েছে পুলিশ পিকেট। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে অবসরপ্রাপ্ত বিচারপতির অসীমকুমার রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাতে মুখ‍্যসচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্র দফতরের অতিরিক্ত সচিব পদের এক আধিকারিককে রাখা হয়েছে।


Share