Durga Puja Weather Update

নবমীর বিকেলেই তৈরি হবে নিম্নচাপ, দশমীতে ভাসবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা, পূর্বাভাস আবহাওয়া দফতরের

রবিবারে কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল। ওই দিন বৃষ্টির পরিমাণ কমবে। তবে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। সকালে দিকটা রৌদ্রজ্জ্বল থাকলেও বেলার দিকে আকাশ আংশিক মেঘলা থাকবে।

দশমী এবং একাদশীতে ভারী বৃষ্টির পূর্বাভাস।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:০১ অক্টোবর ২০২৫ ০১:১৭

আজ মহানবমী। মহাঅষ্ঠমীতে মা দুর্গার দর্শনে মন্ডপে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে। এর মধ্যেই দুঃসংবাদ দিল আবহাওয়া দফতর। তারা বলছে, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। আজ বিকেলেই সেই নিম্নচাপ শক্তি বাড়াবে। এর প্রভাবে দশমী এবং একাদশীতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  রবিবার কলকাতায় দুর্গাপুজোর কার্নিভালের দিনেও হতে পারে বৃষ্টি।

হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এটি আরও উত্তর-পূর্বে সরবে এবং নবমীর বিকেলের মধ্যেই নিম্নচাপে পরিণত হবে। ৩ অক্টোবরের মধ্যে নতুন নিম্নচাপটি আরও গভীর নিম্নচাপে ঘনীভূত হবে এবং উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার উপকূলের মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। এর প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি চলবে।

হাওয়া অফিসের সাম্প্রতিক বুলেটিন অনুযায়ী, নবমীর বিকেল পর্যন্ত কলকাতা, উত্তর ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ও হাওড়ার বিস্তীর্ণ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। তাই নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্য দিকে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় দুপুর থেকেই অঝোরে বৃষ্টি শুরু হয়েছে।

বৃহস্পতিবার দশমীর দিন কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ওই দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। এই চার জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দশমীর দিন কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম, বাঁকুড়া, নদিয়াতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এর সঙ্গে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়ার দাপটও থাকবে বলে জনিয়েছে আবহাওয়া দফতর।

শুক্রবার একাদশীতে বৃষ্টিতে ভাসতে পারে পশ্চিমের একাধিক জেলা। বীরভূম পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। ভারী বৃষ্টির হবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান জেলায়।

রবিবারে কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল। ওই দিন বৃষ্টির পরিমাণ কমবে। তবে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। সকালে দিকটা রৌদ্রজ্জ্বল থাকলেও বেলার দিকে আকাশ আংশিক মেঘলা থাকবে।


Share