Leonel Messi

কলকাতায় পা রাখতে চলেছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি, শুক্রবার গভীর রাতে বিমানবন্দরে নামবেন তিনি , পরের দিন যাবেন যুবভারতী

অতীতে ২০১১ সালে ভারতে এসেছিলেন লিওনেল মেসি। সেই বছর যুবভারতী ক্রীড়াঙ্গনে ভেনিজুয়েলার সঙ্গে একটি প্রদর্শনী ম্যাচ খেলেছিলেন। তবে সেই বার মেসি বিশ্বকাপ না জিতে এসেছিলেন। এই বারে তিনি আসছেন বিশ্বকাপজয়ী হিসেবে। স্বাভাবিকভাবেই মেসি ভক্তদের উন্মাদনা আরও বেশি।

শুক্রবার গভীর রাতে কলকাতায় পা রাখছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ০২:৪৩

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তৈরি কলকাতা! শহরে পা রাখতে চলেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। শুক্রবার রাত ১টা ১৩ মিনিটে নেতাজি সুভাষ বিমানবন্দরে ‘ফুটবলের যাদুকর’ নামবেন। তার পরে হোটেলের উদ্দেশ্যে রওনা দেবেন। ইতিমধ্যেই বিমানবন্দর চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জানা গিয়েছে, শুক্রবার মধ‍্যরাত ১টা ৩০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন। তারপরে সেখান থেকে হোটেলের উদ্দেশ্যে রওনা দেবেন। মেসির মূল অনুষ্ঠান রয়েছে ১৩ ডিসেম্বর শনিবার। ওই দিন সকাল ১০টা নাগাদ যুবভারতী স্টেডিয়ামে যাবেন। তার আগে হোটেল স্পনসরদের একটি অনুষ্ঠান রয়েছে। সকাল ৯টা থেকে সেই অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। যুবভারতী স্টেডিয়ামে মোহনবাগান ‘মেসি’ অল স্টার বনাম ডায়মন্ড হারবার ‘মেসি’ অল স্টার ম্যাচ হবে। সেই ম্যাচ মেসির দেখার কথা। এরপর মেসি দু’দলের খেলোয়াড় সঙ্গে দেখা করবেন।

এর পরে যুবভারতী থেকে লিও মেসি ভার্চুয়ালি ৭০ ফুটের একটি মূর্তি উন্মোচন করবেন। শনিবার দুপুরেই হায়দরাবাদের উদ্দেশে রওনা দেবেন মেসি। ১৩ ডিসেম্বর তিনি কলকাতা এবং হায়দরাবাদ সফর রয়েছে। রবিবার, ১৪ ডিসেম্বর তিনি মুম্বইয়ে যাবেন। তার পরের দিন অর্থাৎ ১৫ ডিসেম্বর মেসি দিল্লিতে থাকবেন। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার কথাও রয়েছে লিওনেল মেসির।

অতীতে ২০১১ সালে ভারতে এসেছিলেন লিওনেল মেসি। সেই বছর যুবভারতী ক্রীড়াঙ্গনে ভেনিজুয়েলার সঙ্গে একটি প্রদর্শনী ম্যাচ খেলেছিলেন। তবে সেই বার মেসি বিশ্বকাপ না জিতে এসেছিলেন। এই বারে তিনি আসছেন বিশ্বকাপজয়ী হিসেবে। স্বাভাবিকভাবেই মেসি ভক্তদের উন্মাদনা আরও বেশি। তবে অনেকের টিকিট না পেয়ে মন খারাপ। টিকিট না পাওয়ার আক্ষেপও করছেন তাঁরা। ফলে অনেকেই ভাবছেন, মেসির কলকাতা সফর চাক্ষুস কীভাবে করবেন। যাঁরা মেসির টিকিট পাননি, তাঁরা ‘সোনি লিভ’ অ্যাপ ও ওয়েবসাইটে লিওনেল মেসির কলকাতা সফর দেখতে পারবেন। তবে তার জন্য সাবস্ক্রিপশন থাকতে হবে।


Share