Kasba Murder

কসবায় স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী, গ্রেফতার অভিযুক্ত

স্ত্রীকে খুনের অভিযোগে কসবার এক বাসিন্দাকে গ্রেফতার করল পুলিশ। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, বিবাহ-বহির্ভূত সম্পর্কের সন্দেহেই স্ত্রীকে খুন করেছেন অভিযুক্ত।

খুনের অভিযোগে স্বামী জনার্দন মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।
এখন কলকাতা ডেস্ক, কলকাতা
-নিজস্ব চিত্র।
  • শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ১২:০০

দাম্পত‍্য কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল কসবায়। আজ, বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কলকাতার কসবা থানার এলাকায়। পুলিশ জানতে পেরেছে, ওই মহিলার বিবাহ বহির্ভূত-সম্পর্কে জড়িয়ে পড়েছিল। সেই সন্দেহের বশেই স্বামী তাঁকে খুন করেছে। মৃতার নাম রীনা মন্ডল (৩৫)। ঘটনায় অভিযুক্ত জনার্দন মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। খুনে ব্যবহৃত অস্ত্রটিকেও উদ্ধার করেছে পুলিশ।? 

জানা গিয়েছে, ওই দম্পতির বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। তাঁরা কসবার রথতলা এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। মৃতা রীনা মন্ডল কসবা এলাকাতে বেশ কিছু ফ্লাটে পরিচারিকার কাজ করতেন। অভিযুক্ত জনার্দন মণ্ডল পেশায় টোটো চালক। জানা গিয়েছে, প্রতিদিনের মতো আজও যে ফ্লাটে কাজ করতেন সেখানে কাজে যান রীনা। সেই সময়ই উপস্থিত হয় জানার্দন। সেখানে এসে জনার্দন রীনার ওপর চড়াও হন। বচসা চলাকালীন আচমকা পকেট থেকে ছুরি বের করে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন জনার্দন। চিৎকার শুনতে পেয়ে স্থানীয়েরা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা রীনাকে ওই ফ্ল্যাটের পার্কিংয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।? 

অপরাধ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়েরা জনার্দন মণ্ডলকে ধরে ফেলেন। তাঁরাই কসবা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযুক্ত জনার্দনকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, জনার্দন রোজ মদ্যপ অবস্থায় বাড়ি ফিরত। তারপরই স্ত্রীকে মারধর করত। আবার জনার্দন পুলিশি জেরায় স্ত্রীয়ের বিবাহ-বহির্ভূত সম্পর্কে কথা জানিয়েছে। তবে এই ঘটনার নেপথ্যে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কিনা তা-ও তদন্ত করে দেখছে কসবা থানার পুলিশ।? 


Share