Illegal Fire Crackers Seized By Police

ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে বাজেয়াপ্ত বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি, নিয়ে যাওয়া হচ্ছিল আসানসোলে, গ্রেফতার যুবক

কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা একটি নির্দেশিকা জারি করে জানিয়েছেন, আগামী ২০ অক্টোবর রাত ৮টা থেকে রাত ১০টার মধ্যে সবুজ বাজি পোড়ানো যাবে। এই সময় ছাড়া অন্য কোনও সময়ে বাজি পোড়ানো যাবে না। পাশাপাশি ২৮ অক্টোবর ছটপুজোর দিনে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সবুজ বাজি পোড়ানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

ধর্মতলায় বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি উদ্ধার।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ০২:৪১

সাতসকালে ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে উদ্ধার বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি। এক দিন পরেই কালীপুজো। এক ব‍্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুত্রের খবর, নিষিদ্ধ বাজিগুলি আসানসোলে নিয়ে যাওয়া হচ্ছিল।

শনিবার সকালে ধর্মতলার রেফারি টেন্টের কাছে বিপুল পরিমাণ বাজি বাজেয়াপ্ত করেছে লালবাজারের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা। গোপন সূত্রে খবর পেয়ে এ দিন অভিযান চালায় পুলিশ। জানা গিয়েছে, বাজেয়াপ্ত বাজির মধ্যে রয়েছে চকোলেট বোম এবং শেল-সহ অন্যান্য নিষিদ্ধ বাজি। এই ঘটনায় মহম্মদ জিসান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জিসান তিলজলার বাসিন্দা বলে জানা গিয়েছে। লালবাজার সূত্রের খবর, উদ্ধার হওয়া বাজির ওজন প্রায় ৬০০ কেজি। ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, ওই সব নিষিদ্ধ বাজি আসানসোলে পাঠানোর ব‍্যবস্থা করা হচ্ছিল। কোথা থেকে বাজিগুলি আনা হচ্ছিল তা স্পষ্ট করে জানা যায়নি। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রুজু করা হয়েছে। আজ ধৃতকে আদালতে পেশ করানো হবে।

একদিন পরেই কালীপুজো। কালীপুজো এবং দীপাবলিতে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। কলকাতা শহরের ক্ষেত্রে সবুজ বাজি পোড়ানোর সময়ও ঠিক করে দিয়েছে পুলিশ। প্রতি বছরের মতোই এ বছরও লুকিয়ে-চুরিয়ে বাজির রমরমা কারবারের অভিযোগ উঠছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ধরনের নিষিদ্ধ বাজির ব্যবসা ঠেকাতে তৎপর পুলিশও। সেই মর্মে দফায় দফায় চলছে তল্লাশি অভিযান।

ইতিমধ্যেই কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা একটি নির্দেশিকা জারি করে জানিয়েছেন, আগামী ২০ অক্টোবর রাত ৮টা থেকে রাত ১০টার মধ্যে সবুজ বাজি পোড়ানো যাবে। এই সময় ছাড়া অন্য কোনও সময়ে বাজি পোড়ানো যাবে না। পাশাপাশি ২৮ অক্টোবর ছটপুজোর দিনে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সবুজ বাজি পোড়ানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।


Share