A Woman Had Been Allegedly Molested

কালীপুজোয় বাজি পোড়ানোর সময় তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ গড়ফায়, গ্রেফতার বন্ধুর দাদা

তিনি বলেন, “সে ওই সময় মদ‍্যপ অবস্থায় ছিল। বাড়ি গিয়ে তাকে ফোন করি। বলি যে, তুমি যেটা করেছ সেটা স্বীকার করো।” এই বিষয়ে বলতে গিয়ে আক্রান্ত তরুণী আরও বলেন, “তার ভাবখানা এমন যে সে কোনও দিনও মদ‍্যপান করেননি। মদ ছুঁয়েই দেখেনি।”

গড়ফায় তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ০৩:১৮

কালীপুজোর রাতে বাজি পোড়ানোর সময় শ্লীলতাহানির অভিযোগ উঠল কলকাতায়। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে গড়ফা থানা এলাকার। অভিযোগের ভিত্তিতে পুলিশ যুবককে গ্রেফতার করেছে।

তরুণীর অভিযোগ, সোমবার রাতে বন্ধুদের সঙ্গে বাজি পোড়াচ্ছিলেন। সেই সময় তাঁকে শ্লীলতাহানি করা হয়েছে। অভিযুক্ত যুবক ওই তরুণীর বন্ধুর দাদা। সেও ওই দলে একসঙ্গে বাজি পোড়াচ্ছিলেন। এই ঘটনার প্রেক্ষিতে সোমবার রাতেই গড়ফা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধানের পরে তরুণীর বন্ধুর দাদাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, সোমবার রাতে কী ঘটনার হয়েছিল, তা জানতে দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে বলে জানা গিয়েছে। 

আক্রান্ত মহিলার আরও অভিযোগ, সেই সময় ওই যুবক মদ‍্যপ অবস্থায় ছিল। তিনি বলেন, “সে ওই সময় মদ‍্যপ অবস্থায় ছিল। বাড়ি গিয়ে তাকে ফোন করি। বলি যে, তুমি যেটা করেছ সেটা স্বীকার করো।” এই বিষয়ে বলতে গিয়ে আক্রান্ত তরুণী আরও বলেন, “তার ভাবখানা এমন যে সে কোনও দিনও মদ‍্যপান করেননি। মদ ছুঁয়েই দেখেনি।” তাঁর দাবি, পুলিশ সঠিক ভাবে তদন্ত করলেই জানতে পরবে মদ‍্যপ অবস্থায় ছিল কি না।

প্রসঙ্গত, সোমবার রাতে হাওড়ার উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজে তরুনী জুনিয়র চিকিৎসককে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে এক পুলিশকর্মীর বিরুদ্ধে। দেওয়া হয় ধর্ষণের হুমকিও। শেষ বাবুলাল বলে ওই ট্রাফিক হোমগার্ড-সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। 


Share