Partha Chatterjee Hospitalised Again

স্নানঘরে পড়ে গিয়ে হাতে গুরুতর চোট পেলেন পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ভর্তি করা হল হাসপাতালে

তিন বছর পর মুক্তি পাওয়া প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ফের নাকতলায় বাড়ির স্নানঘরে পড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি। গুরুতর হাতে চোট, আদালতে অনুপস্থিতি নিয়ে বিচারকের কঠোর মন্তব্যের মধ্যেই নতুন উদ্বেগ।

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ১১:২৪

তিন বছর তিন মাস ১৯ দিন পর ১১ নভেম্বর জেল থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মুক্তির পর শেষ আট মাস তিনি কলকাতার ইএম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু ফের অসুস্থ হয়ে তাঁকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, প্রাক্তন শিক্ষামন্ত্রীর হাতে গুরুতর চোট লেগেছে।

বৃহস্পতিবার নাকতলার বাড়ি বিজয়কেতন-এর স্নানঘরে পড়ে গিয়ে বাঁ হাতে গুরুতর চোট পান পার্থ। বাড়ির চিকিৎসক এসে প্রাথমিক চিকিৎসা করেন। তবে শুক্রবার ব্যথা বেড়ে যাওয়ায় চিকিৎসকের পরামর্শে তাঁকে আবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের সূত্রের খবর, এক্স-রে করে দেখা গিয়েছে তাঁর হাতে গুরুতর আঘাত রয়েছে, যদিও হাড় ভাঙেনি। চিকিৎসকেরা আপাতত তাঁকে বিশেষ কেবিনে রেখেছেন। সেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে এখনই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে না বলেই সূত্রের খবর।

১১ নভেম্বর বাড়ি ফেরার পর প্রথম দু’দিন অনুগামীদের সঙ্গে দেখা করা ও সংবাদমাধ্যমে মন্তব্য করা দু’টোই করেছিলেন পার্থ। জানিয়েছিলেন, তিনি বিধানসভার শীতকালীন অধিবেশনে অংশ নিতে চান। এ ছাড়াও, বেহালা পশ্চিমের মানুষের কাছে একটি খোলা চিঠির মাধ্যমে ‘বিচার’ চাইবেন। এমনকি সাসপেনশন নিয়েও দলের শীর্ষ নেতৃত্বকে চিঠি পাঠিয়েছিলেন।

কিন্তু ১৩ নভেম্বরের পর থেকে আচমকাই নিজেকে আড়াল করে ফেলেন তিনি। বিধানসভা কেন্দ্র বা অনুগামীদের কাছেও আর যাননি। এই সময়েই স্নানঘরে পড়ে গিয়ে ফের তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে, সাম্প্রতিক মামলার শুনানিতে উপস্থিত না থাকায় আদালত তীব্র অসন্তোষ প্রকাশ করে জানিয়েছে, এ ভাবে গাফিলতি চলতে পারে না। আদালতের মত, জামিনে থাকা কোনও অভিযুক্ত শুনানির দিন অনুপস্থিত থাকলে তা গুরুতর বিষয়। ভবিষ্যতে এমন ঘটলে জামিন বাতিল করা হবে।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন জেলবন্দি থাকার পর আদালতের নির্দেশে শর্ত সাপেক্ষে মুক্তি পেয়েছেন পার্থ। তাঁর আইনজীবী আদালতে জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণেই তিনি শুনানিতে হাজির হতে পারেননি। কিন্তু বিচারক সেই যুক্তি গ্রহণ করেননি। আদালতের পর্যবেক্ষণ, হাজিরা দেওয়া অভিযুক্তের আইনি দায়িত্ব, অসুস্থ হলে আগে থেকে জানানো উচিত।

আদালত নির্দেশ দিয়েছে, আগামী শুনানিতে অবশ্যই তাঁকে হাজির থাকতে হবে। পাশাপাশি তাঁর জামিনের শর্ত লঙ্ঘিত হয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হবে। তদন্তকারী সংস্থাকে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই সমস্ত পরিস্থিতির মধ্যেই ফের আহত হয়ে হাসপাতালে ভর্তি হলেন পার্থ চট্টোপাধ্যায়।


Share