Special Intensive Revision

এক ধাক্কায় ১৭২৮ কম! কমিশন রিপোর্ট চাইতেই সমস্ত এনুমারেশন ফর্ম ফেরত আসা বুথে সংখ্যা নামল ৪৮০-তে, এগিয়ে দক্ষিণ ২৪ পরগনার একাধিক বুথ

কমিশন সূত্রের খবর, রাজ্যের দু’হাজার ২০৮টি বুথে বুথ স্তর আধিকারিকেরা যতগুলি এনুমারেশন ফর্ম জমা করেছেন, তা সবই ফিরে এসেছে। অর্থাৎ সেসব বুথগুলিতে কোনও মৃত, স্থানান্তরিত বা ভুয়ো ভোটার নেই। এমন খবর সামনে আসতেই শুরু হয় বিতর্ক। তড়িঘড়ি জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করে কমিশন।

মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ ১২:২৭

কমিশন সূত্রে জানা গিয়েছিল রাজ‍্যের দু’হাজার ২০৮টি বুথে কোনও সমস্ত এনুমারেশন ফর্ম ফেরত এসেছে। সেখানে কোনও মৃত, স্থানান্তরিত বা ভুয়ো ভোটার নেই। খবর সামনে আসতেই শোরগোল পড়ে যায়। জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে রিপোর্ট তলব করে সিইও দফতর। এর পরেই দু’হাজার ২০৮টি বুথ নেমে গেল ৪৮০-তে। আগের পরিসংখ্যানের নিরিখে দক্ষিণ ২৪ পরগনার এগিয়ে ছিল, নতুন পরিসংখ্যানেও ওই জেলাই এগিয়ে রয়েছে বলে কমিশন সূত্রের খবর।

কমিশন সূত্রের খবর, রাজ্যের দু’হাজার ২০৮টি বুথে বুথ স্তর আধিকারিকেরা যতগুলি এনুমারেশন ফর্ম জমা করেছিলেন, তা সবই ফিরে এসেছে। অর্থাৎ সেসব বুথগুলিতে কোনও মৃত, স্থানান্তরিত বা ভুয়ো ভোটার নেই। এমন খবর সামনে আসতেই শুরু হয় বিতর্ক। তড়িঘড়ি জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করে কমিশন। গতকাল সোমবার থেকে ২৪ ঘন্টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়।

জানা গিয়েছিল, সমস্ত ফর্ম জমা পড়ার তালিকার শীর্ষে দক্ষিণ ২৪ পরগনার বেশ কয়েকটি বুথ। যেটা নিয়ে বিজেপি বারবার প্রশ্ন তুলেছিল। ওই জেলার রায়দিঘির ৬৬, কুলপি ৫৮, মগরাহাট ১৫, পাথরপ্রতিমা ২০টি বুথ রয়েছে যেখানে একটাও মৃত ভোটার নেই, নেই কোনও স্থানান্তরিত ভোটার। একের বেশি কেন্দ্রে নাম থাকা ভোটারও নেই। সেই রিপোর্ট ইতিমধ্যেই এসে গিয়েছে। কমিশন সূত্রের খবর, সেই সংখ্যাটা একলাফে ১৭২৮ থেকে কমে গিয়ে হয়েছে ৪৮০টি বুথ।

নির্বাচন কমিশন সূত্রে খবর, কৃত্তিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স)-এর মাধ্যমে দু’হাজার ২০৮ জনের গরমিল ধরা পড়ে।এরপর, ২৪ ঘণ্টার মধ্যেই জেলাশাসকদের কাছ থেকে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। আর তার পরেই জেলা নির্বাচনী আধিকারিকদের পাঠানো রিপোর্টে সংখ্যাটা এক লাফে দু’হাজার ২০৮ থেকে কমে হয়ে গেল ৪৮০! নির্বাচন কমিশন সূত্রে এ-ও জানা গিয়েছে, আরও কমতে পারে এরকম বুথের সংখ্যা।

মঙ্গলবার এই বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “ওই ২২০৮টি জায়গায় গেলে অমরত্ব প্রাপ্তি হবে। যাঁদের বয়স ৭৫ পেরিয়ে গিয়েছে, তাঁদের পুত্র-কন‍্যাদের বলব, তাঁদের বাবা-মাকে ওই সব বুথে নিয়ে যান।”


Share