Special Intensive Revision

নতুন সফটওয়্যারের ভিত্তি আধারের তথ্য, ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তিদের নাম সরাতে কড়া নির্বাচন কমিশন

এখনও পর্যন্ত ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও-রাই ব‍্যবহার করতে এই সফটওয়্যার ব্যবহার করতে পারবেন। দু-তিন দিনের মধ্যে জেলা নির্বাচনী আধিকারিকের ড‍্যাশবোর্ডে তা চলে আসবে। পরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং নির্বাচন কমিশন ব‍্যবহার করতে পারবে। তবে এই প্রযুক্তিতে কৃত্তিম বুদ্ধিমত্তার বা এআই প্রযুক্তি প্রয়োগ আছে কি না, তা স্পষ্ট করেনি।

আধার কার্ডের তথ্য ব‍্যবহার করবে নির্বাচন কমিশন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ১১:২৪

রাজ‍্যের আধারের তথ্য ব‍্যবহার করে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজে কীভাবে যুক্ত করা যায়, তা নিয়ে অতীতে একাধিক বৈঠক হয়েছে। গতকাল থেকেই ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন  আধিকারিকের ড‍্যাশবোর্ডে তা চলে এসেছে। উল্লেখ্য, এই সফটওয়্যারের নাম দেওয়া হয়েছে ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রি। 

কমিশন সূত্রে জানা গিয়েছে, এই বিশেষ সফটওয়্যারের ভিত্তি হল আধার কার্ড এবং মৃত ব‍্যক্তিদের পরিসংখ্যান রেজিস্টার বা ডেথ রেজিস্ট্রার। কেউ মারা গেলে আধার কার্ড জমা করে দিতে হয়। সেই ব‍্যক্তি যে মৃত, তার নাম ডেথ রেজিস্ট্রেশন দফতরে নথিভুক্ত হয়ে যায়। রাজ্যে যত মৃত ভোটারদের নাম এই মুহূর্তে তালিকায় রয়েছে তা বাদ দিতে এই দুই দফতরের তথ্য এই সফটওয়্যারকে পিছন থেকে সাহায্য করবে বলে কমিশন সূত্রের খবর।

নির্বাচন কমিশন ইতিমধ্যেই ৪ ডিসেম্বরের বদলে ১১ ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম ডিজিটাইজ করার সুযোগ দিয়েছে বুথ স্তরের আধিকারিকদের। নির্দেশ দিয়েছে, এই সময়ের মধ্যেই সমস্ত এনুমারেশন ফর্ম ডিজিটাইজ করে নিতে হবেই। ইআরও-দের ড‍্যাশবোর্ডে ইতিমধ্যেই ওই সফটওয়্যার চলে এসেছে। ১১ তারিখের পরে একটাও মৃত ভোটার যাতে না থাকে তা নিশ্চিত করতে বলাও হয়ে গিয়েছে। যদি হয়ে থাকে তাহলে সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন এ-ও নির্দেশ দিয়েছে, ১১ ডিসেম্বরের পরে যদি কোনও মৃত ভোটারের নাম তালিকায় থাকে, তাহলে সংশ্লিষ্ট বুথ স্তর আধিকারিক বা বিএলও-দের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করবে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, এখনও পর্যন্ত ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও-রাই ব‍্যবহার করতে এই সফটওয়্যার ব্যবহার করতে পারবেন। দু-তিন দিনের মধ্যে জেলা নির্বাচনী আধিকারিকের ড‍্যাশবোর্ডে তা চলে আসবে। পরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং নির্বাচন কমিশন ব‍্যবহার করতে পারবে। তবে এই প্রযুক্তিতে কৃত্তিম বুদ্ধিমত্তার বা এআই প্রযুক্তি প্রয়োগ আছে কি না, তা স্পষ্ট করেনি। তাঁদের মত, এটি সাধারণ সফটওয়্যার।


Share