Coal Scam

‘প্রভাবশালী’ যোগ! কয়লা পাচারে কান্ডে তদন্তে নেমে কোটি টাকার বেশি নগদ ও সোনার গয়না উদ্ধার করল ইডি, দুই রাজ‍্য মিলিয়ে ৫০টির বেশি জায়গায় তল্লাশি

তল্লাশি চালানো হয়েছে কয়লা ব্যবসায়ী লালবাবু সিংহের বাড়ি এবং অফিসে। তাঁর ভাই, আর এক কয়লা ব্যবসায়ী কুম্ভনাথ সিংহের একাধিক ঠিকানাতেও তল্লাশি চালানো হচ্ছে। রাষ্ট্রায়ত্ত সংস্থা বিসিসিএল-এর খনি থেকে কয়লা উত্তোলনের ঠিকা রয়েছে লালবাবুদের সংস্থার।

তল্লাশিতে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ০৯:৩০

বেআইনি কয়লা পাচার মামলার তদন্তে নেমে আট কোটি টাকার নগদ উদ্ধার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর পাশাপাশি বিপুল পরিমাণ সোনার গয়নাও বাজেয়াপ্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড মিলিয়ে ৫০টির বেশি জায়গায় শুক্রবার সকাল থেকে তল্লাশি শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সল্টলেক, ইএম বাইপাস-সহ রাজ‍্যের একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানেরা।

শুক্রবার সকাল থেকে সল্টলেক, ইএম বাইপাস, আসানসোল, পান্ডবেশ্বর, পুরুলিয়া হাওড়া, বর্ধমান-সহ রাজ্যের অন্তত ২৪টি জায়গায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে তল্লাশি অভিযানে নেমে পড়েন ইডির আধিকারিকেরা। পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খণ্ডের ধানবাদের একাধিক ঠিকানাতেও তল্লাশি অভিযান চালানো হয়েছে। 

ইডি সূত্রের খবর, সেই অভিযানে একাধিক ‘কয়লা মাফিয়ার’ বাড়ি থেকে ৮ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে সোনা এবং রূপোর তৈরি গয়নাও। জানা গিয়েছে, কোথা থেকে এত টাকা এসেছে তার কোনও কাগজপত্র তাঁরা মেলেনি। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু নথিপত্র। সেই নথিপত্র যাচাই করে দেখছে চাইছেন তদন্তকারীরা। 

শুক্রবার সকালে নরেন্দ্র খারকা নামে এক কয়লা ব্যবসায়ীর বাড়িতে গিয়েছে ইডির তদন্তকারীরা। ‘কয়লা মাফিয়া’ নরেন্দ্রকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাইপাসের ধারে একটি আবাসনে গিয়েছে ইডির তদন্তকারীরা। ইডি সূত্রে জানা গিয়েছে, সেখানে কৃষ্ণমুরারি কয়াল বলে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় ইডি। ইডির অনুমান, কৃষ্ণমুরারি কয়াল প্রভাবশালী এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে কয়লা মাফিয়াদের যোগসূত্র স্থাপনের কাজ করতেন। এই কৃষ্ণমুরারি কয়াল এই তদন্তে জন‍্য খুব গুরুত্বপূর্ণ বলেও মনে করছেন তদন্তকারীরা।

এ ছাড়াও, হাওড়ার বাঁকড়ায় পারভেজ সিদ্দিকির বাংলোতেও সকালে কেন্দ্রীয় বাহিনী জাওয়াদের নিয়ে পৌঁছে যায় ইডি। অভিযোগ, তিনি বেআইনি ভাবে কয়লা উত্তলন, সেটাকে স্টক করা এবং কীভাবে এক জায়গায় থেকে অন্য জায়গায় যাবে তা দেখার কাজ করতেন তিনি। এ ছাড়াও, একাধিক ফ্ল্যাট এবং সুপার মার্কেটে বিনিয়োগ কীভাবে বিনিয়োগ করেছেন, সেই টাকা কোথা থেকে এসেছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। 

তল্লাশি চালানো হয়েছে কয়লা ব্যবসায়ী লালবাবু সিংহের বাড়ি এবং অফিসে। তাঁর ভাই, আর এক কয়লা ব্যবসায়ী কুম্ভনাথ সিংহের একাধিক ঠিকানাতেও তল্লাশি চালানো হচ্ছে। রাষ্ট্রায়ত্ত সংস্থা বিসিসিএল-এর খনি থেকে কয়লা উত্তোলনের ঠিকা রয়েছে লালবাবুদের সংস্থার। প্রায় দশ বছর আগে বিসিসিএল-এ দরপত্র বা টেন্ডার নিয়ে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে সিবিআই লালবাবুর বাড়ি এবং অফিসে তল্লাশি চালিয়েছিল। সেই সময় কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগও উঠেছিল এই কয়লা ব্যবসায়ীর বিরুদ্ধে। সেই এফআইআরের সূত্র ধরে ইসিআইআর করে তল্লাশি অভিযান শুরু করল ইডি।


Share