Coal Scam

কয়লা পাচার মামলায় রাজ্যজুড়ে চলছে ইডির তল্লাশি অভিযান, সল্টলেক-সহ দেশের ৪০টি ঠিকানায় পৌঁছে গিয়েছেন তদন্তকারীরা

শুক্রবার সকাল থেকে তল্লাশি চলছে ঝাড়খণ্ডের ধানবাদ, এ রাজ্যের আসানসোল, পুরুলিয়া, এমনকি কলকাতার কয়েকটি জায়গাতেও। ইডি সূত্রে খবর, দুই রাজ্য মিলিয়ে প্রায় ৪০টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। সল্টলেকের নরেন্দ্র খারকা নামে এক কয়লা ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।

কয়লা পাচার মামলায় ইডির তল্লাশি অভিযান। বাইরে পাহারা দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ১২:৪৯

কয়লা পাচার মামলায় ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার সকাল থেকেই বিভিন্ন কয়লা ব‍্যবসায়ীর বাড়িতে পৌঁছে গিয়েছেন ইডির তদন্তকারীরা। ইডি সূত্রের খবর, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে মোট ৪০টি ঠিকানায় চলছে তল্লাশি অভিযান। এই রাজ্যে আসানসোল, পুরুলিয়া, সল্টলেক-সহ কলকাতার কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। তাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানেরা।

তল্লাশি চলছে কয়লা ব্যবসায়ী লালবাবু সিংহের বাড়ি এবং অফিসে। তাঁর ভাই, আর এক কয়লা ব্যবসায়ী কুম্ভনাথ সিংহের একাধিক ঠিকানাতেও তল্লাশি চালানো হচ্ছে। রাষ্ট্রায়ত্ত সংস্থা বিসিসিএল-এর খনি থেকে কয়লা উত্তোলনের ঠিকা রয়েছে লালবাবুদের সংস্থার। কয়লা রফতানিতে দুর্নীতি এবং আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক অসঙ্গতির অভিযোগ ওঠার পরেই এই তল্লাশি অভিযান বলে ইডি সূত্রে খবর।

উল্লেখ্য, প্রায় দশ বছর আগে বিসিসিএল-এ দরপত্র বা টেন্ডার নিয়ে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে সিবিআই লালবাবুর বাড়ি এবং অফিসে তল্লাশি চালিয়েছিল। সেই সময় কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগও উঠেছিল এই কয়লা ব্যবসায়ীর বিরুদ্ধে। এ বার লালবাবুর বিরুদ্ধে তল্লাশি অভিযানে নামল আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

এর পাশাপাশি, সল্টলেকের নরেন্দ্র খারকা নামে এক কয়লা ব‍্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলছে। এর আগে নরেন্দ্র খারকা নামে ওই ব্যবসায়ীকে কয়লা পাচার মামলায় দিল্লিতে তলব করা হয়েছিল।

২০২৩ সালে ১ এপ্রিল শক্তিগড়ে কয়লা ব‍্যবসাতে রাজু ঝা খুনের ঘটনায় নাম জড়ায় এই নরেন্দ্র খারকার। সেই মামলায় নরেন্দ্রর গাড়ির চালক অভিজিৎ মন্ডলকে গ্রেফতার করে পুলিশ। পরে তিনি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। হাই কোর্ট অভিজিতের শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করে। পরে রাজু ঝা খুনের তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। এ বার কয়লা পাচার মামলায় আর্থিক বেনিয়মের অভিযোগে নরেন্দ্রর বাড়িতে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।


Share