ED Filed Charge Sheet Against Jiban Krishna Saha

লক্ষাধিক টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ, নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে ১২০০ চার্জশিট দিল ইডি

নিয়োগ দুর্নীতি মামলায় ২০২৩ সালের ২৭ এপ্রিল জীবনকৃষ্ণকে গ্রেফতার করেছিল সিবিআই। যদিও পরে তিনি সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে যান। গত আগস্ট মাসে আবার তাকে গ্রেফতার করে ইডি। ইডি সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত নেমে জীবনের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে।

জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে আদালতে চার্জশিট দিল ইডি
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১২:৫১

নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল নেতা জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ইডির দাবি, মোটা অঙ্কের টাকা নিয়ে ৭৫ জনকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। গুরুত্বপূর্ণ নথি মিলিয়ে সেই চার্জশিটে ১২০০ পৃষ্ঠা রয়েছে বলে জানা গিয়েছে।

শনিবার কলকাতার বিচারভবনে এই চার্জশিট জমা পড়েছে। মামলায় এখনও পর্যন্ত ২০ জনের সাক্ষ্যপ্রমাণ গ্রহণ করা হয়েছে। ইডির চার্জশিটে দাবি করেছে, নিয়োগ দুর্নীতি মামলায় লক্ষ লক্ষ টাকার বিনিময়ে অন্তত ৭৫ জনকে ঘুরপথে চাকরি পাইয়ে দেয় জীবনকৃষ্ণ। কারোর কাছে দু' লক্ষ কারোর কাছে পাঁচ লক্ষ আবার কারোর থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে।

তদন্ত নেমে একটি গ্রামীণ ব্যাঙ্কের একাউন্টের খোঁজ মিলেছে বলেও দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির বিস্ফোরক দাবি, ওই অ্যাকাউন্টের থেকেই সমস্ত টাকা পয়সা লেনদেনের ব্যবস্থা করা হয়েছিল। শনিবার সমস্ত তথ্যপ্রমাণ-সহ বিচারভবনে জমা পড়েছে। আগামী ২৭শে অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা গিয়েছে। 

নিয়োগ দুর্নীতি মামলায় ২০২৩ সালের ২৭ এপ্রিল জীবনকৃষ্ণকে গ্রেফতার করেছিল সিবিআই। যদিও পরে তিনি সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে যান। গত আগস্ট মাসে আবার তাকে গ্রেফতার করে ইডি। ইডি সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত নেমে জীবনের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মেলে। শুধু তা-ই নয় তার ঘনিষ্ঠদের সঙ্গেও একাধিক লেনদেন আছে বলে আদালতকে জানায় ইডি। অভিযোগ, বিভিন্ন লোকের কাছ থেকে দফায় দফায় প্রায় ৪০ লক্ষ টাকা অ্যাকাউন্টে জমা পড়েছে। কিন্তু তাদের মধ্যে অনেকেই চাকরি পাননি।


Share