ED Raid on Municipal Job Scam

পুর নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর ইডি, বেলেঘাটা-সহ চারটি জায়গায় চলছে তল্লাশি অভিযানে

চলতি মাসের শুরুতেই কলকাতার একাধিক জায়গায় অভিযান চালায় ইডির অফিসারেরা। এমনকি মন্ত্রী সুজিত বসুর সল্টলেকের অফিস এবং তাঁর ছেলের রেস্তরাঁতেও অভিযান চলে। দীর্ঘ সময় ধরে চলে এই অভিযান।

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তল্লাশি অভিযান।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ১১:৪৯

সাতসকালে ফের অ্যাকশনে ইডি। মঙ্গলবার সকালে পুর নিয়োগ দুর্নীতি মামলায় বেলেঘাটা-সহ শহরের চারটি জায়গায় ইডি আধিকারিকরা তল্লাশি অভিযানে নেমেছে। কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানেরাও তাঁদের সঙ্গে রয়েছেন। 

জানা গিয়েছে, পুর নিয়োগ মামলায় তদন্তকারীদের হাতে বেশ কিছু নতুন তথ্য হাতে এসেছে। বেশ কয়েকটি সংস্থার নাম সামনে এসেছে। সেই সূত্র ধরেই বেলেঘাটার ৭৫ নম্বর হেমচন্দ্র নস্কর রোডের একটি বাড়িতে পৌঁছে গিয়েছে ইডির আধিকারিকেরা। ছ’জনের একটি ইডির দল সেখানে তল্লাশি চালাচ্ছে। সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা রয়েছে।

বেলেঘাটায় দুই ব্যবসায়ীর বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। সম্পর্কে দু’জনে ভাই। একজনের নাম বিশ্বজিৎ চৌধুরী এবং অপর জনের নাম রণজিৎ চৌধুরী। ইডি সূত্রে খবর, বিশ্বজিৎ দীর্ঘ সময় ধরে কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত। ছোট ভাই রণজিৎ চৌধুরী নির্মাণ সংস্থার সঙ্গে যুক্ত। এর পাশাপাশি পুরীতে দু’টি হোটেলও রয়েছে। তবে ঠিক কী ভাবে এই দুই ব্যবসায়ী নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত সে বিষয়ে ইডির তরফে এখনও কিছু জানানো হয়নি।

এই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অয়ন শীল-সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তাঁদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে ধীরে ধীরে রহস্যের শিকড়ের কাছাকাছি পৌঁছোতে চাইছেন তদন্তকারীরা। সেই সূত্রে ধরে চলতি মাসের শুরুতেই কলকাতার একাধিক জায়গায় অভিযান চালায় ইডির অফিসারেরা। এমনকি মন্ত্রী সুজিত বসুর সল্টলেকের অফিস এবং তাঁর ছেলের রেস্তরাঁতেও অভিযান চলে। দীর্ঘ সময় ধরে চলে এই অভিযান। 


Share