Assam Earthquake

অসমে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের একাধিক জেলা, রিখটার স্কেলে মাত্রা ৫.৯, কম্পন অনুভূত কলকাতাতেও

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রবিবার উদলগুড়িতে ৪টে ৪১ মিনিট নাগাদ ৫.৯ মাত্রার কম্পন অনুভূত হয়। এর পরে আরও তিনটি আফটারশক আসে। প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

ভূমিকম্পে উৎসস্থল অসমের উদলগুলি এলাকা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:১৪ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩৭

অসমের ভূমিকম্পে কাঁপল পশ্চিমবঙ্গের একাধিক জেলা। রবিবার বিকেল ৪টে ৪১ মিনিট নাগাদ ভূমিকম্পটি হয়েছে। ন‍্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৯। অসমের গুয়াহাটি এবং তেজপুরের মাঝে উদলগুড়ি নামে একটি জায়গায় ভূমিকম্পটি হয়েছে। ভূপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল বলে জানা গিয়েছে।

অসমের ভূমিকম্পের জেরে কোচবিহার, জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের সব জেলাতেই মৃদু কম্পন অনুভূত হয়েছে। রবিবার ওই ভূমিকম্পের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও মৃদু কম্পন অনুভূত হয়। এ ছাড়া বাংলাদেশ, নেপাল এবং ভূটানের বেশ কিছু অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে।

ন‍্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রবিবার উদলগুড়িতে ৪টে ৪১ মিনিট নাগাদ ৫.৯ মাত্রার কম্পন অনুভূত হয়। প্রথম আফটারশক ৪টে ৫৮ মিনিটে হয়। যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.১। ২.৯ মাত্রার দ্বিতীয় আফটারশক আসে অসমের শোণিতপুরে। ফের ৬টা ১১ মিনিটে উদলগুড়িতে তৃতীয় আফটারশকটি আসে। তার মাত্রা রিখটার স্কেলে ২.৯ বলে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা।

এই ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির খবর প্রাথমিক ভাবে মেলেনি। তবে কম্পন টের পেতেই সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন। এ ছাড়াও ১টা ৪৪ নাগাদ রবিবার কর্নাটকের রায়চূড়ে দুপুর কম্পন অনুভূত হয়েছে। যার মাত্রা ছিল রিখটার স্কেলে ২.৭। এ দিন সন্ধ্যায় লাদাখের লেহতে ৪.৩ মাত্রায় ভূমিকম্পের খবর পাওয়া গিয়েছে।

এর আগে চলতি বছরে তিব্বতের ভূমিকম্পে কেঁপে উঠেছিল উত্তরবঙ্গ, সিকিম এবং অসমের বিস্তীর্ণ এলাকা। ফেব্রুয়ারি মাসে দক্ষিণ বঙ্গোপসাগরে নীচে একটি ভূমিকম্প হয়। এর জেরে পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় কম্পন অনুভূত হয়েছিল। গত বছরে মায়ানমারে ভূমিকম্প হয়েছিল। সেই কম্পনের টের পেয়েছিল শহরবাসী।


Share