Weather Update

বৃহস্পতিবার থেকে জেলায় জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া, বাড়বে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

আগামীকাল বৃহস্পতিবার থেকে ফের বাড়বে বৃষ্টি। শনিবার পর্যন্ত আবহাওয়া দফতর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

বৃহস্পতিবার থেকে ফের বাড়বে বৃষ্টি।
নিজস্ব সংবাদদাতা: কলকাতা
  • শেষ আপডেট:০২ জুলাই ২০২৫ ১১:৪৪

আবহাওয়ার কিছুটা উন্নতি হল দক্ষিণবঙ্গে। আজ, বুধবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার থেকে রাজ্যজুড়ে ভারী বৃষ্টি হতে পারে। যদিও উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবিবার থেকে ফের কমতে পারে বৃষ্টির পরিমাণ। 

আজ, বুধবার কলকাতা-সহ সব জেলাতেই বৃষ্টির পরিমাণ কমবে। সকাল থেকে উঠবে রোদ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি। তাই বেলা বাড়ার সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার ফের বৃষ্টির পরিমাণ বাড়বে। উপকূলবর্তী ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনাতে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আগামী শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলাতে জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আগামী শনিবার বীরভূম, মুর্শিদাবাদ নদিয়া জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।

আজ, বুধবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে উত্তরবঙ্গের সব জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের দেওয়া শেষ বুলেটিন অনুযায়ী, বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে আলিপুরদুয়ার জেলাতে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপ পশ্চিমবঙ্গ থেকে সরে গিয়েছে। বর্তমানে নিম্নচাপটি ঝাড়খন্ডের ওপর অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা শ্রী গঙ্গানগর, রোহতক, কানপুর, প্রয়াগরাজের পর ঝাড়খন্ড এবং ছত্তীসগঢ় সংলগ্ন নিম্নচাপের ওপর দিয়ে দিঘা হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।


Share