Human Trafficking Case

মানব পাচার মামলায় তল্লাশিতে উদ্ধার কোটি কোটি টাকা নগদ! বাজেয়াপ্ত বিলাসবহুল গাড়ি, স্ক্যানারে একাধিক প্রভাবশালী ব‍্যবসায়ী

জানা গিয়েছে, ২০১৫ সালে দায়ের হওয়া একটি পুরনো এফআইআরের ভিত্তিতেই ইসিআইআর হয়েছে। সেই ইসিআইআর দায়ের করে ইডি তল্লাশি অভিযান শুরু হয়েছে। ওই মামলায় অর্থ পাচার প্রতিরোধ আইনের (পিএমএলএ) আওতায় তদন্ত শুরু হয়েছিল। ইডি সূত্রে খবর, পরবর্তীতে এই তিন ব‍্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে।

মানবপাচার মামলায় তদন্তে উদ্ধার কোটি কোটি টাকা নগদ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ১০:১৪

শুক্রবার মানবপাচার মামলায় তদন্তে কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর পাশাপাশি দুটি বিলাসবহুল গাড়িও বাজেয়াপ্ত করেছে ইডি। যার দাম কোটি টাকার বেশি। এর পাশাপাশি বেশ কিছু ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্টও বাজেয়াপ্ত করা হয়েছে। ইডির তদন্তকারীদের অনুমান, ওই সব ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্টেপ মাধ‍্যমে বেআইনি লেনদেন করা হয়েছে। 

নারী পাচার চক্রের তদন্তে নেমে শুক্রবার সকাল থেকে কলকাতা-সহ রাজ্যের সাতটি ঠিকানায় তল্লাশি অভিযান চালায়। গভীর রাত পর্যন্ত সেই তল্লাশি অভিযান চলে। ইডি জানিয়েছে, সেই তল্লাশি অভিযানে নেমে এক কোটি ১০ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে। এ ছাড়াও, দুটি বিলাসবহুল গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু ডিজিটাল সরঞ্জাম। ইডি সূত্রের খবর, বেশ কিছু ব‍্যাঙ্কের অ‍্যাকাউন্টের হদিশ মিলেছে। গোয়েন্দারাদের অনুমান, সেই অ‍্যাকাউন্টের মাধ্যমে টাকা লেনদেন করা হয়েছে। বিদেশে সেই টাকা পাচার করা হতে পারে বলেও মনে করছে ইডির আধিকারিকেরা।

জানা গিয়েছে, শহরের তিন প্রভাবশালী ব্যবসায়ী জগজিৎ সিংহ, বিষ্ণু মুন্দ্রা এবং আজমল সিদিক্কির পানশালা, রেস্তরাঁ এবং বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালানো হয় নাগেরবাজারের এক সিভিল ইঞ্জিনিয়ারের বাড়িতে। এ ছাড়াও, শিলিগুড়ির এক ব‍্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করে নিয়ে যায় ইডির আধিকারিকেরা।

জানা গিয়েছে, ২০১৫ সালে দায়ের হওয়া একটি পুরনো এফআইআরের ভিত্তিতেই ইসিআইআর হয়েছে। সেই ইসিআইআর দায়ের করে ইডি তল্লাশি অভিযান শুরু হয়েছে। ওই মামলায় অর্থ পাচার প্রতিরোধ আইনের (পিএমএলএ) আওতায় তদন্ত শুরু হয়েছিল। ইডি সূত্রে খবর, পরবর্তীতে এই তিন ব‍্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে। 


Share