Extortion Of Money In The Name Of Kalipujo

দাবি মত চাঁদা না পেয়ে প্রৌঢ়কে বেধড়ক মারধরের অভিযোগ মানিকতলায়, থানায় অভিযোগ দায়ের, এখনও অধরা অভিযুক্তেরা

পরিতোষবাবুর অভিযোগপত্রে উল্লেখ করেন, রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় কয়েক জন ক্লাবের সদস্য তাঁর কাছ থেকে চাঁদার টাকা চাইতে থাকে। তিনি বলেন, আগামীকাল সোমবার তা দিয়ে দেবেন। পরিতোষবাবুর অনুরোধ তারা রাখেনি। স্থানীয় সুত্রের খবর, এর পরেই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়।

চাঁদার জুলুম, মেরে মাথা দেওয়ার অভিযোগ মানিকতলায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১২:৪৮

খাস কলকাতায় দাবি মতো কালীপুজোর চাঁদা না মেলায় প্রৌঢ়কে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। রবিবার রাতে মানিকতলা থানার মুরারিপুকুরে ঘটনাটি ঘটেছে। পরিবার সুত্রের খবর, মারধরের ঘটনায় গুরুতর জখম হয়েছেন ওই প্রৌঢ়। থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি। এই নিয়ে ক্লাব কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

জখম প্রৌঢ়ের নাম পরিতোষ চট্টোপাধ্যায়। তিনি পেশাষ মৃৎশিল্পী। এর পাশাপাশি তাঁর একটা সেলুনও আছে। জানা গিয়েছে, সেলুনটি গত দেড় বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে। ওই সেলুনের পাশে স্থানীয় ক্লাবের উদ্যোগে কালীপুজো হয়। গত বছরও পরিতোষবাবুর কাছ থেকে চাঁদা চেয়েছিল তারা। কিন্তু সেলুন বন্ধ থাকার কারণে তিনি দিতে পারেননি। এ বছরও তাঁর কাছ থেকে চাঁদা চাওয়া হয়। তাদের দাবি ছিল, দু’বছরের একসঙ্গে দু’হাজার টাকা দিতে হবে। সেটাও দিতে রাজি ছিলেন বলে জানান তিনি। 

পরিতোষবাবুর অভিযোগপত্রে উল্লেখ করেন, রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় কয়েক জন ক্লাবের সদস্য তাঁর কাছ থেকে চাঁদার টাকা চাইতে থাকে। তিনি বলেন, আগামীকাল সোমবার তা দিয়ে দেবেন। পরিতোষবাবুর অনুরোধ তারা রাখেনি। স্থানীয় সুত্রের খবর, এর পরেই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। এর মধ‍্যে থেকে কয়েক জন পরিতোষ চট্টোপাধ্যায়কে মারধর শুরু করে বলে অভিযোগ। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, তাঁর ডান দিকের চোখের ওপরে গুরুতর আঘাত লেগেছে। এর পরেই কয়েক জন এসে পরিতোষকে উদ্ধার করে আরজি কর মেডিকেলে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। 

তিনি অভিযোগপত্রে যে তিন জনের বিরুদ্ধে পুলিশকে জানিয়েছেন, তারা হলেন- শান্ত সমাদ্দার, রাজা সরকার এবং বিশ্বনাথ দাস ওরফে বিশা। স্থানীয় সূত্রের খবর, এরা সকলেই তৃণমূলের কংগ্রেসের সঙ্গে যুক্ত। রবিবার রাতেই তিনি মানিকতলা থানায় একটি জিডি করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।


Share