SSC Published Tented Candidate List

‘অযোগ‍্য’ শিক্ষাকর্মীদের নাম প্রকাশ করল কমিশন, এসএসসি-র তালিকায় রয়েছে সাড়ে তিন হাজার জন

সোমবার থেকে নতুন নিয়োগের আবেদন পত্রও নেওয়ার শুরু করেছে কমিশন। দুটি গ্রুপ মিলিয়ে শুন্য পদের সংখ্যা মোট আট হাজার ৪৭৭ টি। তার মধ্যে গ্রুপ-সিতে দু’হাজার ৯৮৯ ও গ্রুপ-ডিতে পাঁচ হাজার ৪৮৮ টি শূন্যপদ রয়েছে।

অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ১১:১৯

‘অযোগ্য’ শিক্ষকদের পর এ বার ‘অযোগ্য’ শিক্ষাকর্মীর তালিকা প্রকাশ করল এসএসসি। সোমবার অযোগ্য শিক্ষা কর্মীদের তালিকা প্রকাশের পরই এসএসসির গ্রুপ-সি ও গ্রুপ-ডির আবেদনপত্র গ্রহণ শুরু করল কমিশন। তালিকা অনুযায়ী অযোগ্য শিক্ষা কর্মীদের সংখ্যা তিন হাজার ৫১২ জন। তারমধ্যে গ্রুপ সিতে রয়েছে এক হাজার ১৬৩ জন। গ্রুপ-ডিতে রয়েছে দু’হাজার ৩৪৯ জন। 

সোমবার থেকে নতুন নিয়োগের আবেদন পত্রও নেওয়ার শুরু করেছে কমিশন। দুটি গ্রুপ মিলিয়ে শুন্য পদের সংখ্যা মোট আট হাজার ৪৭৭ টি। তার মধ্যে গ্রুপ-সিতে দু’হাজার ৯৮৯ ও গ্রুপ-ডিতে পাঁচ হাজার ৪৮৮ টি শূন্যপদ রয়েছে। 

৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন প্রক্রিয়া চালু থাকবে। গ্রুপ-ডির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। তবে মাধ্যমিক উর্তিন্নরাও আবেদন করতে পারবেন। গ্রুপ-সির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণ। দুই ক্ষেত্রেই আবেদনের ঊর্ধ্বসীমা ৪০। গ্রুপ-সির প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কম্পিউটার টাইপিং ও কম্পিউটারের প্রাথমিক জ্ঞানকে প্রাধান্য দেওয়া হবে জানিয়ে।


Share