CEO Will Meet Agency

আগামী সপ্তাহে বড় বৈঠক করবে নির্বাচন কমিশন, সিবিআই, ইডি-সহ ২৫টি সংস্থাকে নিয়ে বৈঠকে বসবেন রাজ‍্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিক মনোজ

এই রাজ্যে কয়লা, বালি, মানবপাচার-সহ একাধিক মামলার আর্থিক দুর্নীতির তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই টাকা নির্বাচনের কাজে লাগানো হচ্ছে কি না, তা নিয়ে বিশেষ নজর দেওয়ার নির্দেশও এই বৈঠক থেকে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার আগে এই বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

সিইও মনোজকুমার আগরওয়াল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ১২:২৩

আসছে সপ্তাহে বড়সড় বৈঠক ডাকল নির্বাচন কমিশন। আগামী ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সেই বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে উপস্থিত থাকতে পারে সিবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মতো একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর পাশাপাশি পুলিশের শীর্ষ কর্তারাও ওই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে।

আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। রাজ‍্যে শান্তিপূর্ণ নির্বাচন করাতে মরিয়া কমিশন। কমিশন সূত্রের খবর, ওই দিন ২৫টি সংস্থাকে নিয়ে বৈঠক করার কথা রয়েছে। সেই বৈঠকে রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশের কমিশনার, শুল্ক দফতর, সমবায় দফতরের সচিব, পরিবহণ দফতরের সচিবেরা উপস্থিত থাকবেন। এর পাশাপাশি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কেন্দ্রীয় শুল্ক দফতর, আয়কর দফতরের, নারকোটিকস কন্ট্রোল ব্যুরো, আইবি, এয়ারপোর্ট অথরিটির কর্তাদের ওই বৈঠকে হাজির থাকতে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল।

এই রাজ্যে কয়লা, বালি, মানবপাচার-সহ একাধিক মামলার আর্থিক দুর্নীতির তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই টাকা নির্বাচনের কাজে লাগানো হচ্ছে কি না, তা নিয়ে বিশেষ নজর দেওয়ার নির্দেশও এই বৈঠক থেকে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার আগে এই বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তাদের মত, এ বারের নির্বাচন অন‍্যান‍্য নির্বাচনের থেকে আলাদা হতে পারে বলে মনে করছেন তাঁরা।


Share