Special Intensive Revision

‘পুলিশ কথামতো কাজ করছে না!’ সিইও মনোজের সঙ্গে সরাসরি সঙ্ঘাতে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা, অসন্তোষ প্রকাশ

সোমবার সিইও দফতরে উত্তেজনা তৈরি হয়। সোমবার দুপুরে সিইও দফতরে যান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু। সিইও মনোজের সঙ্গে সাক্ষাতের পূর্বনির্ধারিত সূচি ছিল তাঁর। এ দিকে আগে থেকেই সিইও দফতরের সামনে অবস্থান করছিলেন তৃণমূলপন্থী ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’-র সদস্যেরা। শুভেন্দু এবং বিজেপির প্রতিনিধিদল সেখানে পৌঁছোতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।

(বাঁ দিকে) সিইও মনোজকুমার আগরওয়াল এবং (ডান দিকে) ডিসি ইন্দিরা মুখোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ০৭:৪৬

এ বার কলকাতা পুলিশের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ালেন রাজ্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। সিইও দফতর সূত্রের খবর, সোমবার সরাসরি সিইও মনোজকুমার আগরওয়াল সরাসরি কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়ের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। দফতরের একাংশের অভিযোগ, সিইও দফতরের কথামতো কলকাতা পুলিশ কাজ করছে না। বিষয়টি কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মার নজরেও আনা হয়েছে বলেও জানা গিয়েছে।

এ দিন দুপুরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালের সঙ্গে দেখা করতে যান রাজ‍্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়কদের একটি প্রতিনিধি দল। সেই সময় সাংবাদিকদের ভিতরে যেতে বাধা দেয় পুলিশ। সিইও দফতর আগেই পুলিশকে জানানো হয়, সাংবাদিকদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হোক।

কিন্তু সিইও দফতরের অভিযোগ, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে পুলিশ কথা বলার ৩০ মিনিট পরেও কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এর পরেই আসরে নামেন স্বয়ং সিইও মনোজকুমার আগরওয়াল। তিনি নিজে তিনতলা থেকে গেটের সামনে চলে আসেন। জানা গিয়েছে, ডিসি সেন্ট্রাল ইন্দিরা সিইও মনোজের উদ্দেশ্যে জানান, সাংবাদিক যাবেন বললেই হবে না। সাংবাদিকরা কোথায় যাবেন, সেটা স্পষ্ট করে বলে যেতে হবে বলে দাবি করেন ডিসি। তা কেন বলা হচ্ছে না বলেও দাবি জানান তিনি। তখন অতিরিক্ত সিইও বলেন, তাঁরা দ্বিতীয় তলায় যেখানে যান, সেখানেই যাবেন।

কলকাতা পুলিশের এ হেন আচরণে সিইও মনোজকুমার আগরওয়াল ক্ষোভ প্রায় করেছেন। সূত্রের খবর, তিনি জানিয়েছে, বলার পরেও কেন তাঁর কথা শোনা হচ্ছে না? ওই দফতর তাঁর। সিইও দফতরে কে প্রবেশ করবেন, তা তাঁর নিজস্ব বিষয়। নিরাপত্তার বিষয়টিতে পুলিশ নজর দিক, তার কোনও অসুবিধা নেই।

সোমবার সিইও দফতরে উত্তেজনা তৈরি হয়। সোমবার দুপুরে সিইও দফতরে যান বিধানসভার বিরোধীদলনেতা শুভেন্দু। সিইও মনোজের সঙ্গে সাক্ষাতের পূর্বনির্ধারিত সূচি ছিল তাঁর। এ দিকে আগে থেকেইসিইও দফতরের সামনে অবস্থান করছিলেন তৃণমূলপন্থী ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’-র সদস্যেরা।শুভেন্দু এবং বিজেপির প্রতিনিধিদল সেখানে পৌঁছোতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। শুরুহয়ে যায় দু’পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা। উত্তেজনা সামাল দিতে সিইও দফতরের বাইরে আগে থেকেইপুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছিল। বসানো হয়েছিল ব্যারিকেডও। সেই আবহেই সিইও-র সঙ্গেবাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন কলকাতা পুলিশে ডিসি সেন্ট্রাল ইন্দিরা।


Share