Bullet Fired

সিঁথিতে চলল গুলি, বাড়ির সামনে অটো রাখাকে কেন্দ্র করে চালকের সঙ্গে বচসা, পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনল পরিস্থিতি

গত বেশ কয়েক দিন ধরে কলকাতায় একের পর এক গোলাগুলির ঘটনা ঘটছে। দিন কয়েক আগে কসবায় গুলি চলায় আহত হয়েছিলেন এক তরুণ। তার উপর মঙ্গলবার রবীন্দ্র সরণি এলাকায় অমিত সিংহ নামে এক যুবকের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ১১:০৮

ফের কলকাতায় চলল গুলি। মঙ্গলবার গভীর রাতে বাড়ির সামনে অটো রাখাকে কেন্দ্র করে বচসা বাধে। আর তা পরেই বাড়ি ভিতর থেকে বন্দুক নিয়ে এসে শূন্যে গুলি চালিয়ে দিলেন বৃদ্ধ। সিঁথি থানায় অভিযোগ দায়ের হয়েছে।

পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ সৌমেন অধিকারীর নামে এক অটোচালক হরেকৃষ্ণ শেঠ লেনের একটি বাড়ির কাছে অটো দাঁড় করান। দাঁড় করিয়ে রাখা অটোটি চোখে পড়ে বাড়ির বাসিন্দা উমেশ সামন্তের (৭৮)। তিনি বাড়ির সামনে থেকে অটোটিকে সরাতে বললে অটোচালকের সঙ্গে বচসা শুরু হয়। কথা কাটাকাটির মধ্যে এক পর্যায়ে বাড়ির ভিতর থেকে পিস্তল নিয়ে এসে শূন্যে গুলি চালান।

রাতে গুলি চলায় এলাকায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সিঁথি থানার পুলিশ। তাঁরা গিয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রের খবর, উমেশ সামন্তের কাছে থাকা বন্দুকটির বেআইনি নয়। তার লাইসেন্স রয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

প্রসঙ্গত, গত বেশ কয়েক দিন ধরে কলকাতায় একের পর এক গোলাগুলির ঘটনা ঘটছে। দিন কয়েক আগে কসবায় গুলি চলায় আহত হয়েছিলেন এক তরুণ। তার উপর মঙ্গলবার রবীন্দ্র সরণি এলাকায় অমিত সিংহ নামে এক যুবকের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে। সেই আবহে ফের গোলাগুলির ঘটনা ঘটল শহরে।


Share