Attempt to Murder

পারিবারিক অশান্তির জের, শ‍্যালককে কুপিয়ে খুনের চেষ্টা পর্ণশ্রীতে, গ্রেফতার জামাইবাবু

মদ্যপ অবস্থায় শ্যালককে কুপিয়ে খুনের চেষ্টা। ঘটনাটি ঘটেছে বেহালার পর্ণশ্রীতে। খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত জামাইবাবুকে। ধৃতের নাম অয়ন বেরা।

পর্ণশ্রীতে শ্যালকের খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার জামাইবাবু।
এখন কলকাতা ডেস্ক, কলকাতা
-ফাইল চিত্র।
  • শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৫ ১২:০০

দুই পরিবারের মধ্যে বিবাদ। তার জেরে রক্ত ঝরল বেহালায়। মদ্যপ অবস্থায় শ্যালককে ছুড়ি দিয়ে কোপানোর অভিযোগ। আজ, রবিবার ঘটনাটি ঘটেছে বেহালার পর্ণশ্রীতে। গুরুতর জখম হয়েছেন শ্যালক কার্তিক মন্ডল। খুনের চেষ্টার অভিযোগে অজয় বেরা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সম্পর্কে কার্তিকের জামাইবাবু।? 

জানা গিয়েছে, আহত কার্তিক মণ্ডলের দুই বোন। ছোটো বোনের স্বামী নাম অয়ন বেরা। অভিযোগ, অয়ন বেরা (জামাইবাবু) প্রতিদিন মদ্যপ অবস্থায় বাড়ি ফিরত। যা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়শই অশান্তি লেগে থাকত। এমনকি নেশাগ্রস্থ অবস্থায় স্ত্রীকে মারধরও করত। শনিবার মধ্য রাত পর্যন্ত চলে সেই অশান্তি। রাত পেরিয়ে সকাল হতে ফের শুরু হয় বচসা। জানা গিয়েছে, বচসার সময়ে ছোটো বোনের বাড়িতে উপস্থিত ছিলেন দাদা কার্তিক মণ্ডল। এ দিন সকালে অশান্তি সময় আচমকা একটি ছুরি নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে অয়ন। শ্যালককে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন। ছুরির আঘাত শরীরে অত্যাধিক রক্তক্ষয় হয় আহত ব্যক্তির। খবর দেওয়া পর্ণশ্রী থানায়।? 

ঘটনার পর তড়িঘড়ি আহত ব্যক্তি অর্থাৎ কার্তিক মন্ডলকে বিদ‍্যাসাগর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কার্তিকের অবস্থার অবনতি হলে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তাকে ট্রমা বিভাগে ভর্তি করা হয়। তবে এখনও পর্যন্ত যেভাবে তাঁর ছুরির আঘাত লেগেছে সেই জায়গা সেলাই করা যাচ্ছে না বলে চিকিৎসক। খুনের চেষ্টার অভিযোগে অয়ন বেরাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ অয়নকে আলিপুর আদালতে পেশ করা হয়। তাকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক।? 


Share