Special Intensive Revision

৪৮ ঘণ্টায় বড় রদবদল, মৃত ভোটার ‘শূন্য’ বুথ ২২০৮ থেকে কমে মাত্র ২৯, জানাল কমিশন

৪৮ ঘণ্টায় বড় রদবদল! মৃত ভোটার ‘শূন্য’ বুথ ২২০৮ থেকে কমে মাত্র ২৯। পুনঃযাচাইয়ে উঠে আসছে আরও ত্রুটি, ১০ ডিসেম্বরের আগেই সংখ্যায় আবার পরিবর্তনের ইঙ্গিত কমিশনের।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ ০৯:৫৪

বুথের সমস্ত এনুমারেশন ফর্ম ফেরত এসেছে এমন সংখ‍্যা ছিল দু’হাজার ২০৮টি। রাজ‍্যজুড়ে পড়ে গিয়েছিল শোরগোল। 'সংখ্যা কমতে পারে' এমন ইঙ্গিত আগেই দিয়েছিল নির্বাচন কমিশন। গতকালের হিসেব অনুযায়ী ৪৮০ ছিল। নির্বাচন কমিশন সূত্রের খবর, বুধবার বিকেল পর্যন্ত সেই সংখ্যা এখন মাত্র ২৯। তবে এমন বুথ একটাও থাকবে না বলেই মনে করছে নির্বাচন কমিশন।

সোমবার কমিশন সূত্রে জানা, বুথে একটাও মৃত, স্থানান্তরিত, এবং ভুয়ো ভোটার নেই এমন বুথের সংখ্যা দু’হাজার ২০৮টি। সেই সব বুথে বুথ স্তর আধিকারিকেরা যে এনুমারেশন ফর্ম বিলি করেছিলেন, তা সবই ফিরত এসেছে। এর পরেই শোরগোল পরে যায় রাজ্যে। তৎক্ষণাৎ জেলা নির্বাচনী আধিকারিক বা ডিইও-দের কাছ থেকে রিপোর্ট তলব করে সিইও দফতর।

গতকাল সেই সংখ‍্যা এক হাজার ৭২৮ কমে গিয়ে এসে দাঁড়ায় ৪৮০-তে। সেই সংখ‍্য‍াটাই বুধবার ৩৫১ কমে এসে দাঁড়াল ২৯-এ। অর্থাৎ এখনও পর্যন্ত এমন বুথ ২৯টি রয়েছে, যেখানে সমস্ত এনুমারেশন ফর্ম বিএলও-দের কাছে ফিরে এসেছে। তবে কীভাবে হল তা স্পষ্ট নয়। কমিশন মনে করছে, এমন বুথের সংখ্যা শূন‍্যে নেমে আসবে।

জানা গিয়েছিল, সমস্ত ফর্ম জমা পড়ার তালিকার শীর্ষে দক্ষিণ ২৪ পরগনার বেশ কয়েকটি বুথ। যেটা নিয়ে বিজেপি বারবার প্রশ্ন তুলেছিল। ওই জেলার রায়দিঘির ৬৬, কুলপি ৫৮, মগরাহাট ১৫, পাথরপ্রতিমা ২০টি বুথ রয়েছে যেখানে একটাও মৃত ভোটার নেই, নেই কোনও স্থানান্তরিত ভোটার। একের বেশি কেন্দ্রে নাম থাকা ভোটারও নেই।

কমিশন সূত্রের দাবি, রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট জেলার জেলা নির্বাচনী আধিকারিকদের বা ডিইও-দের কাছ থেকে আলাদা করে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছিল। কোথাও কোনও ভুল বা ত্রুটি না থাকে, তা নিশ্চিত করতেই পুনঃযাচাই করা হচ্ছে। সেই কারণেই সংখ্যায় বড় রদবদল হয়েছে।


Share    

SIR