Ex TMC Councillor Was Been Attempted

সল্টলেকে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গুলি করার চেষ্টা! বন্দুকের বাট দিয়ে মাথায় মেরে পালাল দুষ্কৃতী, তদন্তে পুলিশ

পুলিশ সুত্রের খবর, কিন্তু কোনও কারণে বন্দুক থেকে গুলি বেরোয়নি। ফলে বরাতজোরে বেঁচে যান তৃণমূল নেতা নির্মল দত্ত। হামলায় মাথা ফেটে যায় নির্মল দত্তের। রক্তাক্ত অবস্থায় নির্মল মাটিতে পড়ে যান তিনি। প্রাক্তন কাউন্সিলারের চিৎকার শুনে অনেকে সেখানে জড়ো হন। নির্মলকে চিকিৎসার জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

গুরুতর জখম প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্ত।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ০২:৩৪

সল্টলেকে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টা। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের নাম নির্মল দত্ত। অভিযোগ, নির্মল দুষ্কৃতী হাত ধরে ফেললে বন্দুকের বাট দিয়ে সজরে আঘাত করে পালিয়ে গিয়েছে। জখম তৃণমূল নেতাকে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নির্মল দত্ত বিধাননগর পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং বিধাননগর আইএনটিটিইউসি-র সভাপতি। সোমবার সকাল ৭টা নাগাদ নির্মল নিজের ওয়ার্ড অফিস খুলতে যান। সেই সময় পিছন থেকে একজন গুলি করার চেষ্টা করে। দুষ্কৃতীর মুখে মাস্ক পরে ছিল। তৃণমূল নেতার পরিচিতদের সুত্রের খবর, কোনও রকমে অভিযুক্তের হাত ধরে ফেলেন নির্মল। চলে ধস্তাধস্তি। সেই সময় আচমকাই হাতে থাকা বন্দুকের বাট দিয়ে সজোরে মাথায় আঘাত করে পালিয়ে যায় সে।

পুলিশ সুত্রের খবর, কিন্তু কোনও কারণে বন্দুক থেকে গুলি বেরোয়নি। ফলে বরাতজোরে বেঁচে যান তৃণমূল নেতা নির্মল দত্ত। হামলায় মাথা ফেটে যায় নির্মল দত্তের। রক্তাক্ত অবস্থায় নির্মল মাটিতে পড়ে যান তিনি। প্রাক্তন কাউন্সিলারের চিৎকার শুনে অনেকে সেখানে জড়ো হন। নির্মলকে চিকিৎসার জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, হামলাকারী মুখোশ পরে এসেছিল। কী কীরণে হামলা, এখনও স্পষ্ট নয়। দুষ্কৃতীকে চিহ্নিত করার জন্য এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে কলকাতা পুরসভার কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি ছোড়ার চেষ্টা করা হয়েছিল। নিজের বাড়ির বাইরে বসেছিলেন তিনি। ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা শহর। অল্পের জন্য প্রাণে বেঁচেছিলেন ওই কলকাতা পুরসভার কাউন্সিলর। সেই ঘটনার এক বছর পরে ফের গুলি করে খুনের চেষ্টা ঘটনা ঘটল। 


Share