Weather Update

ফের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! সপ্তাহান্তে তা তৈরি হতে পারে নিম্নচাপে, কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া?

আগামী সপ্তাহের শেষের দিকে দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। এই ঘূর্ণাবর্তটি আগামী ২৪ অক্টোবর গভীর নিম্নচাপে পরিণত হবে। এই সিস্টেম ধীরে ধীরে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোবে।

কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া?
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ১০:৩৪

দুর্গাপুজোতে বৃষ্টিপাত হওয়ায় সম্ভবনা নিয়ে সতর্ক করেছিল আবহাওয়া দফতর। কিন্তু সেই সব দিনগুলিতে বৃষ্টি হলেও তা যে বাঙালি হিন্দুদের আনন্দে বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি, তা পুজো মণ্ডপের ভিড় দেখেই বোঝা গিয়েছিল। এ বার কালীপুজোর আগে বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা দিচ্ছে আবহাওয়া দফতর।  এর পাশাপাশি সপ্তাহান্তে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে তারা।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহের শেষের দিকে দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। এই ঘূর্ণাবর্তটি আগামী ২৪ অক্টোবর গভীর নিম্নচাপে পরিণত হবে। এই সিস্টেম ধীরে ধীরে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। এবং আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই নিম্নচাপ কী পর্যায়ে রয়েছে, তার ওপর নজর রাখা হচ্ছে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

শনিবার আবহাওয়া দফতর জানিয়েছে, শনি ও রবিবার দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন দুই ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা থাকবে। ওই দু’দিন পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আকাশ মেঘলা থাকবে। সোমবারের পর থেকে আকাশ পরিষ্কার হওয়ে যাবে।

উত্তরবঙ্গে আগামী তিন দিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে হালকা বৃষ্টির সম্ভবনা আছে। সোমবার থেকে পরিষ্কার হবে আকাশ। কোথাও কোথাও হালকা কুয়াশাও থাকতে পারে বলে জানাচ্ছে হওয়া অফিস। সেই সব জেলায় ঘন কুয়াশার সতর্কতা এখনই থাকছে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।

সব মিলিয়ে কালীপুজো, দীপাবলি এবং ভাইফোঁটা অর্থাৎ আগামী সোমবার থেকে বুধবার উৎসবের মরশুমে বৃষ্টির কোনও সম্ভবনা কার্যত নেই। সোমবার আংশিক মেঘলা থাকলেও বাকি দিনগুলিতে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে।


Share