Road Accident

কলকাতায় জোড়া দুর্ঘটনা, রেসকোর্সের সামনে বেপরোয়া বিলাসবহুল গাড়ির ধাক্কা দুই সাফাইকর্মীকে, ইএম বাইপাসে মৃত্যু মোটরবাইক চালকের

মঙ্গলবার রাতে সিংহবাড়ি মোড়ের কাছে একটি দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা মারে একটি বাইক। মৃতের নাম অলোকেশ হালদার। অন‍্যদিকে বুধবার সকালে রেসকোর্সের কাছে একটি বিলাসবহুল গাড়ি ধাক্কা মারে দুই মহিলা সাফাইকর্মীকে। গাড়িতে থাকা দু’জন জখম হয়েছেন। তাঁদের হাসপাতালের ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাগ্রস্থ ফেরারি গাড়ি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১১:৩২

শহরে জোড়া দুর্ঘটনা। মঙ্গলবার গভীর রাতে ইএম বাইপাসে এক বাইক চালকের মৃত্যু হয়েছে। অন‍্যদিকে, বুধবার সকালে রেসকোর্সের সামনে একটি বেপরোয়া ফেরারি গাড়ির ধাক্কা মারে দু’জন মহিলা সাফাইকর্মীকে। পরে লাইটপোস্টে ধাক্কা মারে। এই ঘটনায় চারজন জখম হয়েছেন।

জানা গিয়েছে, বুধবার সকালে এসএসকেএমের দিক থেকে আসা একটি ফেরারি গাড়ি রেসকোর্সের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দু’জন মহিলা সাফাইকর্মীকে ধাক্কা মারে। এর পরে ৭০০ থেকে ৮০০ মিটার দুরে গিয়ে একটি লাইটপোস্টে ধাক্কা মেরে উল্টে যায়। স্থানীয় এবং পুলিশ সূত্রের খবর, গাড়ির গতি যথেষ্ট বেশি ছিল। গাড়িতে দু’জন ছিলেন। তাঁরা সম্পর্কে বাবা এবং ছেলে। তাঁদের পরিচয় জানা যায়নি। 

পুলিশ তাঁদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়। তাঁরা বর্তমানে সেখানেই চিকিৎসাধীন। দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। তদন্ত শুরু করেছে লালবাজার। 

মঙ্গলবার গভীর রাতে অন‍্য একটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মোটরবাইক চালকের। মৃতের নাম অলোকেশ হালদার। তিনি ইএম বাইপাসের ঢালাই ব্রিজ ধরে রুবি মোড়ের দিকে যাচ্ছিলেন। সেই সময় সিংহবাড়ি মোড়ের কাছে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে ধাক্কা মেরে পাশের ডিভাইডারে ধাক্কা মেরে ছিটকে পড়ে যান। রক্তাক্ত অবস্থায় তাঁকে এমআর বাঙুর হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রের খবর, অলোকেশের গাড়ির গতিবেগ যথেষ্ট বেশি ছিল। মাথায় হেলমেট ছিল না। রাস্তায় পড়ে যাওয়ায় মাথায় গুরুতর আঘাত লাগে। তার জেরেই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। অলোকেশের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ।


Share