Tribal Affairs Ministry

‘তালিকাভুক্ত হলেই মিলবে ভর্তুকি,’ আদিবাসী শিল্পদের দাবি নস‍্যাৎ করে দাবি ট্রাইফেডের এমডি রাজা মুরুগনের

এই অনুষ্ঠানটি চলবে ১৫ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত। এ দিন এই অনুষ্ঠানে হাজির ছিলেন ট্রাইফেডের ম‍্যানেজিং ডিরেক্টর তথা আইপিএস অফিসার রাজামুরগন, আঞ্চলিক অধিকর্তা সায়ন ভট্টাচার্য, ইস্টার্ন কমান্ডের ডিফেন্স এস্টেটের প্রিন্সিপাল ডিরেক্টর সৌরভ রায়।

বিরসা মুন্ডার জন্মদিনে ভারতীয় মিউজিয়ামে বিশেষ প্রদর্শনী অনুষ্ঠান।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ০৮:৫০

আজ বিরসা মুন্ডার জন্মদিন। সেই উপলক্ষে আদিবাসী শিল্পীদের দাবি, তাঁরা সময় মতো ভর্তুকি পাচ্ছেন না। স্টল খোলার বরাদ্দ জায়গা বিনামূল্যে দেওয়া হলেও যাতায়াতের জন‍্য যে খরচ দেওয়া হয়, তা যথেষ্ট নয়। যদিও ট্রাইফেডের ম্যানেজিং ডিরেক্টরের দাবি, তালিকাভুক্ত যাঁরা আছেন, তাঁদের সবাইকেই সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। 

বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে আদিবাসী বিষয়ক মন্ত্রকের অধিনস্থ সমবায় উন্নয়ন পরিষদের (ট্রাইফেড) এর উদ্যোগে প্রদর্শনী অনুষ্ঠিন। শনিবার জনজাতি গৌরব দিবস অনুষ্ঠানটি হয় কলকাতা ভারতীয় মিউজিয়ামে। এই অনুষ্ঠান থেকে আদিবাসী শিল্পীদের যাবতীয় অভিযোগ অস্বীকার করে ট্রাইফেড ম‍্যানেজিং ডিরেক্টর আইপিএস অফিসার রাজা মুরুগন বলেন, “আমরা আমাদের তালিকাভুক্ত সমস্ত আদিবাসী শিল্পীকে যথাযথ সুযোগ-সুবিধা দিয়ে থাকি। তালিকাভুক্ত হলেই আমরা তাঁদের সাহায্য করব। এরম প্রদর্শনীর মাধ্যমে আমরা তাঁদের সাহায্য করে থাকি।”

আদিবাসী শিল্পী আরও অভিযোগ, “ট্রাইফেড প্রদর্শনী করার জন্য আমাদের বিনামূল্যে স্টলের ব্যবস্থা করে দেয়। মহার্ঘ্য ভাতাও দেয়। যাতায়াতের জন্য খরচ দেয়। কিন্তু সেই বাবদ যে টাকা দেওয়া হয়, তাতে আমাদের খরচই ওঠে না।” তাদের দাবি, এই বাবদ খরচ আরও বাড়ানো হোক। এমডি রাজা মুরুগন এই বিষয়ে বলেন, “ভারত সরকারের এই বিষয়ে যা যা পরিকল্পনা রয়েছে তা মেনেই করা হয়। আমরা বছরে দু’বার করে আদিবাসীদের তালিকাভুক্ত করার জন‍্য মেলা করে থাকি। সেখান থেকেই করা হয়। এর পাশাপাশি তাদের তৈরি করা সমস্ত জিনিস ন‍্যায‍্য দামেই আমরা কিনে থাকি।”

এই অনুষ্ঠানটি চলবে ১৫ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত। এ দিন এই অনুষ্ঠানে হাজির ছিলেন ট্রাইফেডের ম‍্যানেজিং ডিরেক্টর তথা আইপিএস অফিসার রাজামুরগন, ডেপুটি ডিরেক্টর সায়ন ভট্টাচার্য, ইস্টার্ন কমান্ডের ডিফেন্স এস্টেটের প্রিন্সিপাল ডিরেক্টর সৌরভ রায়।


Share