Weather Update

মঙ্গলবার থেকেই বাড়বে তাপমাত্রা, মাঘের শেষ থেকে শীতের বিদায়পর্ব শুরু, পূর্বাভাস আবহাওয়া দফতরের

আগামী দু’দিন তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা কমলেও মঙ্গলবার থেকে ফের বাড়বে পারদ। মাঘ মাসের শেষ থেকে শীতের বিদায়পর্ব শুরু হতে চলেছে।

মঙ্গলবার থেকে বাড়তে পারে তাপমাত্রা।
এখন কলকাতা ডেস্ক: কলকাতা
- নিজস্ব চিত্র
  • শেষ আপডেট:০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০০

আগামী দু’দিন আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই। তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। কিন্তু মঙ্গলবার থেকে ফের চড়বে পারদ। মঙ্গলবার থেকে পরবর্তী তিন দিনে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রার পারদ। শনিবার এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি মাঘ মাসের শেষের দিক থেকেই এ রাজ্য থেকে শীতের বিদায়পর্ব শুরু হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।? 

জেলায় শীতের আমেজ ফিরলেও কলকাতাও সংলগ্ন এলাকায় শীতের আমেজ ফেরার সম্ভাবনা কম বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। এ দিন বিকেলে আবহাওয়া দফতরের তরফে সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, “আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। মঙ্গলবার থেকে ফের তাপমাত্রা বাড়তে পারে। ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে। কিন্তু ১৪ ফেব্রুয়ারি ফের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।” পাশাপাশি, মাঘ মাসের শেষেই কলকাতা ও সংলগ্ন জেলায় কার্যত শীতের বিদায় নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।? 

তবে আগামী কয়েক দিনে কুয়াশার সম্ভাবনা থাকলেও ঘন কুয়াশার সতর্কবার্তা আপাতত নেই। আগামীকাল, রবিবার উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা মাঝারি কুয়াশা সম্ভাবনা থাকবে। বেলা বাড়ার সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। সোমবার পশ্চিমের জেলাগুলিতে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টায় কালিম্পংয়ের পার্বত্য এলাকায় খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সোমবার, ১০ই ফেব্রুয়ারি দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর।? 


Share