Building Tilted

বাঘাযতীন, ট্যাংরার পর এ বার বাগুইআটিতে হেলে পড়ল বহুতল, বেআইনি নির্মাণের অভিযোগ

বাঘাযতীন, ট্যাংরার পর এ বার বাগুইআটিতে হেলে পড়ল বহুতল। বেআইনি নির্মাণের অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় কাউন্সিলরের দাবি, আমার সময় এই বহুতল নির্মাণ হয়নি।

বাগুইআটিতে হেলে পড়া সেই বাড়ি।
এখন কলকাতা ডেস্ক: কলকাতা
-নিজস্ব চিত্র
  • শেষ আপডেট:২৫ জানুয়ারি ২০২৫ ১২:০০

বাঘাযতীন, ট্যাংরার পর এ বার বাগুইআটি। বৃহস্পতিবার বিধাননগর পুরসভার তিন নম্বর ওয়ার্ডে দক্ষিণ নারায়ণপুরের এক বহুতল হেলে পড়ল। স্থানীয়দের অভিযোগ, বেআইনি নির্মাণের অভিযোগ তুলছেন এলাকার বাসিন্দারা। ইতিমধ্যে পুরসভাতে অভিযোগও দায়ের হয়েছে। আমার সময়কালে এই বেআইনি নির্মাণ হয়নি দাবি স্থানীয় কাউন্সিলরের।? 

স্থানীয় বাসিন্দারা এই পরিস্থিতির জন্য পুরসভা এবং ঠিকাদারদের যোগসাজশকেই দায়ী করছেন। জানা গিয়েছে, ওই বহুতলের বাসিন্দারা হেলে পড়ার অভিযোগ স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছেন। তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইতিমধ্যেই পুরসভাকে লিখিত অভিযোগ জানিয়েছেন। নারায়ণপুরের ওই বহুতল বেআইনিভাবে তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন। যদিও স্থানীয় কাউন্সিলর বলেন, “দু’বছর হয়েছে আমি কাউন্সিলর হয়েছি। আমার সময় এই নির্মাণ হয়নি। অভিযোগ পাওয়ার পরই পুরসভাকে জানিয়েছি। মেয়র এবং কমিশনারকেও বিষয়টি জানিয়েছি।”? 

বাআগুইআটির স্থানীয়দের অভিযোগ, পুকুর বুজিয়ে জোর করে পাশাপাশি দুটি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছিল। এ দিন বেলার দিকে সে দু'টিকে হেলে পড়তে দেখে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বাসিন্দাদের মধ্যে। পাশাপাশি গোটা এলাকায় বিভিন্ন বহুতল নির্মাণের ক্ষেত্রে পুরসভার কোনও নিয়মই মানা হচ্ছে না বলেও অভিযোগ করেছেন তাঁরা।? 

এর আগে গত সপ্তাহে বাঘাযতীনে একটি বহুতল হেলে পড়ে। ইতিমধ্যে সেটি ভেঙেও ফেলা হয়েছে। তারপরই সামনে আসে ট্যাংরার ক্রিস্টোফার রোডের ঘটনা। সেখানেও দু’টি বহুতল হেলে পড়ার ঘটনা সামনে এসেছে। তা ভাঙার নির্দেশও দিয়েছে কলকাতা পুরসভা। ইতিমধ্যে পুরসভার তরফে আবাসনের বাসিন্দাদের বাড়ি খালি করে দেওয়ার আর্জিও জানানো হয়েছে।? 

তারই মধ্যে সামনে এলো আরও বহুতল হেলে পড়ার ঘটনা। সব মিলিয়ে আটদিনে অন্তত পাঁচ পাঁচটি বহুতল হেলে পড়ার ঘটনায় সংশ্লিষ্ট এলাকার পাশাপাশি শহরের অন্যান্য এলাকার বাসিন্দাদের মধ্যেও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বৃহস্পতিবার এক ভুক্তভোগী বলেন, “কেউ সারা জীবনের সঞ্চয় জমিয়ে কেউ বা ব্যাঙ্ক থেকে লোন নিয়ে ফ্ল্যাট কিনেছিলেন। "আমাদের তো পথে বসতে হবে! এবার আমরা কোথায় যাব?"? 


Share