Accident of School Student

বেঙ্গল কেমিক্যাল মোড়ে লরির ধাক্কায় গুরুতর জখম স্কুল ছাত্র, আটক লরিচালক, তদন্তে ফুলবাগান থানার পুলিশ

বেঙ্গল কেমিক্যাল মোড়ে সকাল সাড়ে ছ’টায় লরির ধাক্কায় গুরুতর জখম স্কুল ছাত্র। বাবার বাইক থেকে ছিটকে লরির তলায় পড়ে যায় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। গ্রেফতার চালক।

প্রতীকী ছবি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ ১১:৫৬

বুধবার সকাল সাড়ে ছ'টা নাগাদ বেঙ্গল কেমিক্যাল মোড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা। গুরুতর জখম হলেন বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলের এক ছাত্র। বাবার মোটর বাইকে পিছনে বসে স্কুলে যাওয়ার সময় হঠাৎ সজোরে এসে ধাক্কা মারে একটি লরি। ধাক্কার চোটে বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় কিশোরটি। প্রত্যক্ষদর্শীদের দাবি, সে লরির তলায়ও পড়ে যায়।

স্থানীয়রা দ্রুত লরিটিকে থামিয়ে ছাত্রটিকে উদ্ধার করে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রের খবর, আহত ছাত্রের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, মানিকতলা মেন রোড হয়ে ইএম বাইপাসের দিকে যাচ্ছিল মোটরবাইকটি। সেই সময় বেঙ্গল কেমিক্যাল মোড়ে লরিটি সজোরে ধাক্কা মারে। ঘটনার পর লরির চালককে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেন প্রত্যক্ষদর্শীরা।

এক প্রত্যক্ষদর্শী জানান, ছেলেকে রক্তাক্ত অবস্থায় লরির তলায় পড়ে থাকতে দেখে হতবাক হয়ে পড়েন ছাত্রটির বাবা। স্থানীয়রা মিলে লরি থামিয়ে তাঁকে উদ্ধার করেন। ঘটনার তদন্ত শুরু করেছে ফুলবাগান থানার পুলিশ।


Share