Kali Puja at CM Mamata Banerjee's residence

জমজমাট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজো, হাজির হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

অভিষেক পৌঁছোনোর পর তাঁর সঙ্গে বেশ খানিক ক্ষণ কথা বলতে দেখা গিয়েছে রাজ্যের অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিমকে। যদিও কি নিয়ে তাঁদের কথা হয়েছে তা জানা যায়নি। মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন নৈহাটির বড় মায়ের মন্দিরে। সেখানেও তিনি পুজো দেবেন।

মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ০৯:৫২

প্রতি বারের মতো এ বারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের কালীঘাটের বাড়ির পুজোয় হাজির হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে বিকালে লেক কালীবাড়িতে পুজো দিতে গিয়েছিলেন তিনি। সেখান থেকেই তিনি পৌঁছে যান মুখ্যমন্ত্রীর বাড়িতে। অভিষেকের কন্যা এবং পুত্রও রয়েছেন পুজোয়।

অভিষেক পৌঁছোনোর পর তাঁর সঙ্গে বেশ খানিক ক্ষণ কথা বলতে দেখা গিয়েছে রাজ্যের অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিমকে। যদিও কি নিয়ে তাঁদের কথা হয়েছে তা জানা যায়নি। মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন নৈহাটির বড় মায়ের মন্দিরে। সেখানেও তিনি পুজো দেবেন। নৈহাটিতে হাজির থাকার কথা ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক-সহ বেশ কয়েক জন বিধায়কের। অভিষেকের হাতেই বড় মায়ের মূর্তি তুলে দেবেন মন্দির কর্তৃপক্ষ।

অভিষেক ছাড়াও আজ মুখ্যমন্ত্রীর বাড়িতে রয়েছেন রাজ্য সরকারের প্রথম সারির আমলা, পুলিশ কর্তা, মন্ত্রী, বিধায়ক, কলকাতার কাউন্সিলারেরা। একাধিক শিল্পপতি, টলি তারকাও হাজির ছিলেন। শিল্পপতিদের মধ্যে হর্ষ নেওটিয়া, প্রসূন মুখোপাধ্যায়েরা গিয়েছিলেন মমতার বাড়ির পুজোয়। ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও। ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সীও।

বাড়ির পুজোয় প্রতি বারই নিজে হাতে ভোগ রাঁধেন মুখ্যমন্ত্রী মমতা। এ বারও তার অন্যথা হয়নি। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর ভ্রাতৃবধূ তথা অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়। পুজো শুরুর সময়ে মমতাই ডেকে নেন দুই অভিনেত্রী সাংসদ জুন মালিয়া, বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। ছিলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও।


Share