Thakurpukur Murder

ঠাকুরপুকুরে উদ্ধার যুবতীর ‘গলা কাটা’ রক্তাক্ত দেহ, পলাতক সঙ্গীকে খুঁজছে পুলিশ।

বৃহস্পতিবার ঠাকুরপুকুরের ডায়মন্ড পার্কের একটি বাড়ি থেকে উদ্ধার হয় এক যুবতীর রক্তাক্ত দেহ। যুবতীর গলায় আঘাত রয়েছে। ঘটনাস্থল থেকে একটি কাটারি উদ্ধার হয়েছে।

ঠাকুরপুকুরের এই বাড়ির এক তলার একটি ঘর থেকে উদ্ধার হয় দেহটি।
এখন কলকাতা ডেস্ক, কলকাতা
-নিজস্ব চিত্র
  • শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ১২:০০

ঠাকুরপুকুরের এক বাড়ি থেকে উদ্ধার হল এক যুবতীর গলা কাটা রক্তাক্ত দেহ। আজ, বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ নাগাদ ঠাকুরপুকুরের ডায়মন্ড পার্কের একটি বাড়িতে বন্ধ ঘর থেকে ওই যুবতীর রক্তাক্ত দেহ পাওয়া যায়। জানা গিয়েছে, গলায় আঘাত ছাড়াও মৃতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে একটি কাটারি উদ্ধার হয়েছে। তাঁকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনার পর থেকেই ওই মহিলার সঙ্গী পলাতক।? 

স্থানীয়রা জানিয়েছেন, দিন সাতেক আগে মহিলা ওই এলাকায় ভাড়া এসেছিলেন। স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে ঘর ভাড়া নিয়েছিলেন দু’জন। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার বয়স ৩০ বছর। ওই মহিলার গলা কাটা ছিল। ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।? 

পুলিশের একটি সূত্রের দাবি, মৃতার মুখ এবং হাত বাঁধা ছিল। ঘটনাস্থল থেকে একটি কাটারিও উদ্ধার হয়েছে। সেই কাটারি দিয়েই খুন করা হয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ। তবে কে বা কারা এই ঘটনা ঘটাল, তা এখনও স্পষ্ট নয়। একটি আধার কার্ডও পাওয়া গিয়েছে। ঘটনার পর থেকেই পলাতক মৃতার সঙ্গী। তাঁর খোঁজ শুরু করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ।? 

এলাকাবাসীর কথায়, ‘‘দুপুরে খুনের কথা শুনলাম। এসে দেখি ওই বাড়ির সামনে অনেক পুলিশ দাঁড়িয়ে রয়েছে।’’ ঠাকুরপুকুরের ওই এলাকায় আগে এমন ঘটনা ঘটেনি বলেই জানায় সে। অন্যান্য বাসিন্দা তাঁদের কথায়, ‘‘আমাদের এখানে এমন ঘটনা প্রথম। শুনেছি, স্বামীর সঙ্গে থাকতেন ওই মহিলা। তবে মৃতার স্বামী কোথায়, তা জানি না।’’? 

এ দিন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঠাকুরপুকুর থানার পুলিশ। লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দাদের খবর দেওয়া হয়। নিয়ে আসা হয় স্নিফার ডগ। ঘটনাস্থলে গিয়েছিলেন ডেপুটি কমিশনার পদস্থ অফিসার। ফরেন্সিক বিশেষজ্ঞেরা এসে নমুনা সংগ্রহ করে। তবে মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য এমআর বাঙ্গুর হাসপাতালে পাঠানো হয়েছে। কাল, শুক্রবার দেহটির ময়নাতদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ।? 


Share