Special Intensive Revision

মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরের খসড়া তালিকা থেকে বাদ যাবে ৪৪ হাজার ভোটার, শুভেন্দুর কেন্দ্রে ১০ হাজার, শুক্রবার পর্যন্ত পরিসংখ্যান দিল

কমিশন সূত্রের খবর, শুক্রবার বিকেল ৪টে পর্যন্ত তালিকায় মৃত ভোটারের সংখ্যা ২৪ লক্ষ ১৮ হাজার ৫৯৯ জন। স্থানান্তরিত ভোটারের সংখ্যা এসে দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৯১ হাজার ৯৬৬ জন। সব মিলিয়ে শুক্রবার বিকেল ৫৮ লক্ষ ১৮ হাজার ৪৮৭ জনের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়তে চলেছে বলে জানা গিয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ১০:৪১

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরের খসড়া তালিকা থেকে বাদ যেতে চলেছে প্রায় ৪৫ হাজার ভোটারের নাম। এর পাশাপাশি রাজ‍্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রামে বাদ যাবে ১০ হাজার ভোটারের নাম। শুক্রবার বিকেল পর্যন্ত সব মিলিয়ে রাজ‍্যের খসড়া ভোটার তালিকা থেকে ৫৮ লক্ষ ১৮ জনের নাম বাদের তালিকায় উঠে এসেছে। তবে এই পরিসংখ্যান আরও কিছুটা বাড়তে পারে বলে মনে করছে কমিশন।

অনলাইনে এনুমারেশন ফর্ম আপলোড করার সময়সীমা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। কমিশন সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরের খসড়া তালিকা থেকে বাদ পড়তে পারে ৪৪ হাজার ৭৮৫ জন ভোটারের নাম। অন‍্যদিকে, রাজ‍্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রামের খসড়া তালিকা থেকে বাদ পড়তে চলেছে ১০ হাজার ৮৯৯ জন ভোটারের নাম।

কলকাতার বালিগঞ্জের খসড়া তালিকা থেকে বাদ পড়তে পারে ৬৫ হাজার ১৭০ জনে ভোটারের নাম। কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিমের কেন্দ্র কলকাতা বন্দরের খসড়া তালিকা থেকে ৬৩ হাজার ৭৩০ জনের নাম বাদ পড়তে চলেছে। রাজ্যের আরেক মন্ত্রী অরূপ বিশ্বাসের কেন্দ্র টালিগঞ্জ থেকে বাদ যেতে চলেছে ৩৫ হাজার ৩০৯ জনের নাম। শশী পাঁজার কেন্দ্র শ‍্যামপুকুর কেন্দ্র থেকে ৪২ হাজার ৩০৩ জনের নাম খসড়া তালিকা থেকে বাদ যেতে পারে। কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্র থেকে ৫৩ হাজার ৩৬০ জনের নাম বাদ যেতে পারে।

এ ছাড়াও, রাসবিহারী বিধানসভা কেন্দ্র থেকে ৪২ হাজার ৫১৯ জনের নাম বাদ পড়তে পারে। চৌরঙ্গি কেন্দ্র থেকে বাদ পড়তে পারে ৭৪ হাজার ৫৫৩ জনের নাম। জোড়াসাঁকো কেন্দ্র থেকে বাদ পড়তে চলেছে ৭২ হাজার ৯০০ জনের নাম। কসবা বিধানসভা কেন্দ্র থেকে বাদ পড়তে চলেছে ৫৮ হাজার ২২৭ জনের নাম। যাদবপুর কেন্দ্রের খসড়া তালিকা থেকে বাদ যাবে ৫৪ হাজার ২৩২ জনের নাম। বেহালা পূর্ব এবং বেহালা পশ্চিম কেন্দ্র থেকে যথাক্রমে ৫৩ হাজার ৮৪ এবং ৫২ হাজার ৪৩০ ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ যেতে পারে।

কমিশন সূত্রের আরও জানা গিয়েছে, রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্র থেকে ৪৭ হাজার ৬০৪ জনের নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কেন্দ্র দমদম থেকে বাদ যেতে পারে ৩৩ হাজার ৮৬২ জনের নাম। ৩৩ হাজার ৯১২ জনের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়তে চলেছে দমদম উত্তর কেন্দ্র থেকে। রাজ‍্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের কামারহাটি কেন্দ্র থেকে ৩৫ হাজার ১৯১ জনের নাম বাদ যেতে পারে। রাজ‍্যের দমকল মন্ত্রী সুজিত বসুর কেন্দ্র বিধাননগর থেকে বাদ যেতে পারে ৪৪ হাজার ৯০৬ জনের নাম।

অন‍্যদিকে, ব‍্যরাকপুর কেন্দ্র থেকে ৪০ হাজার ৯৯৮ জন খসড়া তালিকা থেকে বাদ পড়তে চলেছেন। ২৪ হাজার ৯২২ জনের নাম বাগদা বিধানসভা কেন্দ্রের খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে। বীজপুর বিধানসভা কেন্দ্রের খসড়া তালিকা থেকে বাদ পড়তে পারে ২৬ হাজার ৪৬৯ জনের নাম। বিজেপি নেতা অর্জুন সিংহের কেন্দ্র ভাটপাড়া থেকে বাদ পড়তে পারে ৩১ হাজার ৭৩০ জনের নাম।

আসানসোল উত্তর এবং দক্ষিণ, এই দুই বিধানসভা কেন্দ্রের খসড়া তালিকা থেকে বাদ পড়তে চলেছে যথাক্রমে ৪২ হাজার ৫৯৯ জন এবং ২৯ হাজার ২০২ জনের নাম। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের খসড়া তালিকা থেকে বাদ যেতে পারে ৩১ হাজার ১৮১ জনের নাম।

কমিশন সূত্রের খবর, শুক্রবার বিকেল ৪টে পর্যন্ত তালিকায় মৃত ভোটারের সংখ্যা ২৪ লক্ষ ১৮ হাজার ৫৯৯ জন। স্থানান্তরিত ভোটারের সংখ্যা এসে দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৯১ হাজার ৯৬৬ জন। সব মিলিয়ে শুক্রবার বিকেল ৫৮ লক্ষ ১৮ হাজার ৪৮৭ জনের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়তে চলেছে বলে জানা গিয়েছে।


Share